এ তে অ্যাপেল জানেন, কিন্তু কার অ্যাপেল জানেন না রাহুল!

আপেল। থুড়ি। অ্যাপেল কার আবিষ্কার? আপেল হলে পৌরাণিক গল্প থেকে উত্তর খুঁজে আনতে হয় আদম এবং ইভের গল্প থেকে। ওই সেই আপেলের গল্প। যা বোধহয় ঈশ্বর সৃষ্ট। কিন্তু অ্যাপেল কার আবিষ্কার? উত্তরে আর 'বোধহয়' কিংবা 'মনে হয়' এই শব্দগুলো ব্যবহার না করেই এক নিঃশ্বাসে বলে দেওয়া যায়, অ্যাপেল স্টীভ জোবসের ব্রেন চাইল্ড (মস্তিষ্ক প্রসূত)। হাতের ট্যাব থেকে বিজ্ঞাপনে যা রোজ দেখা যাচ্ছে, 'আই ফোন না থাকলে সেটা ফোনই নয়', ওই আধ খাওয়ায়া অ্যাপেলওয়ালা লোগো যা সবার পরিচিত- এসবই Jobs's Job। আর বাড়িতে বা অফিসে অফিস ৭, অফিস ৮, অফিস ৯ বা ১০ যাতে সব কাজটা করা হয় তা মাইক্রোসফটের দান। জনক বিল গেটস। হ্যাঁ, সেই বিল গেটস যিনি বাড়িতে তিমি মাছ পোষেন। এই নৈর্ব্যত্তিক প্রশ্ন গুলো এতই সোজা হয়ে গিয়েছে যে ক্লাস টু-এর ছাত্ররাও টিক মার্ক করেই ১ নম্বর পেয়ে যান সহজেই। তবে গণ্ডগোলটা হল রাহুল গান্ধির। মাইক্রোসফটের মাথায় বিল গেটসের বদলে জোবসকে বসালেন যুবরাজ। আর এই কাণ্ড ইউটিউবে ছড়িয়ে পড়তেই হেসে খুন আম জনতা। রে রে কাণ্ড বাঁধল বলে! এ নিয়ে হয়ত রাজনীতির কারবারিদের টিপ্পনীও এই শুরু হল বলে!

Updated By: Jan 18, 2016, 07:41 PM IST
এ তে অ্যাপেল জানেন, কিন্তু কার অ্যাপেল জানেন না রাহুল!

ওয়েব ডেস্ক: আপেল। থুড়ি। অ্যাপেল কার আবিষ্কার? আপেল হলে পৌরাণিক গল্প থেকে উত্তর খুঁজে আনতে হয় আদম এবং ইভের গল্প থেকে। ওই সেই আপেলের গল্প। যা বোধহয় ঈশ্বর সৃষ্ট। কিন্তু অ্যাপেল কার আবিষ্কার? উত্তরে আর 'বোধহয়' কিংবা 'মনে হয়' এই শব্দগুলো ব্যবহার না করেই এক নিঃশ্বাসে বলে দেওয়া যায়, অ্যাপেল স্টীভ জোবসের ব্রেন চাইল্ড (মস্তিষ্ক প্রসূত)। হাতের ট্যাব থেকে বিজ্ঞাপনে যা রোজ দেখা যাচ্ছে, 'আই ফোন না থাকলে সেটা ফোনই নয়', ওই আধ খাওয়ায়া অ্যাপেলওয়ালা লোগো যা সবার পরিচিত- এসবই Jobs's Job। আর বাড়িতে বা অফিসে অফিস ৭, অফিস ৮, অফিস ৯ বা ১০ যাতে সব কাজটা করা হয় তা মাইক্রোসফটের দান। জনক বিল গেটস। হ্যাঁ, সেই বিল গেটস যিনি বাড়িতে তিমি মাছ পোষেন। এই নৈর্ব্যত্তিক প্রশ্ন গুলো এতই সোজা হয়ে গিয়েছে যে ক্লাস টু-এর ছাত্ররাও টিক মার্ক করেই ১ নম্বর পেয়ে যান সহজেই। তবে গণ্ডগোলটা হল রাহুল গান্ধির। মাইক্রোসফটের মাথায় বিল গেটসের বদলে জোবসকে বসালেন যুবরাজ। আর এই কাণ্ড ইউটিউবে ছড়িয়ে পড়তেই হেসে খুন আম জনতা। রে রে কাণ্ড বাঁধল বলে! এ নিয়ে হয়ত রাজনীতির কারবারিদের টিপ্পনীও এই শুরু হল বলে!

.