বিয়ে নিয়ে তথ্য গোপনের অভিযোগে মোদীর নামে কমিশনে নালিশ কংগ্রেসের, খোঁচা রাহুলের

নরেন্দ্র মোদীর বিবাহিত জীবন নিয়ে এবার আক্রমণে নামল কংগ্রেস। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী মোদীকে সরাসরি খোঁচা দিয়ে বললেন,`` বিজেপি দাবি করে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করা হবে। অথচ ভোটের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় নিজের স্ত্রী নাম লিখতে অনেক গুলো বছর চলে গেল।``

Updated By: Apr 11, 2014, 07:58 PM IST

নরেন্দ্র মোদীর বিবাহিত জীবন নিয়ে এবার আক্রমণে নামল কংগ্রেস। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী মোদীকে সরাসরি খোঁচা দিয়ে বললেন,`` বিজেপি দাবি করে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করা হবে। অথচ ভোটের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় নিজের স্ত্রী নাম লিখতে অনেক গুলো বছর চলে গেল।``

এই ইস্যুতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা কপিল সিবাল। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, অতীতে নির্বাচনে মনোনয়নের সঙ্গে দাখিল করা হলফনামায় বিয়ের ব্যাপারে তথ্য গোপন করে গিয়েছেন মোদী। কমিশন তাঁর দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলে দাবি করেন সিবাল।।

এই বিষয়ে বিজেপি পাল্টা আক্রমণ শানিয়েছে কংগ্রেসের উপর। বিজেপি নেতা তথা মুখপাত্র রবিশংকর প্রসাদ বলেছেন, হার নিশ্চিত জেনে কংগ্রেস এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি।

এদিকে, এতদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার অতি সাধারণ জীবন যাপন করছিলেন। কেউই আলাদা করে ভেবে দেখেনি তাঁর কথা। কিন্তু হঠাৎই একটা হলফনামা বদলে দিল সব কিছু। বহু টালবাহানার পর বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র দামোদর মোদী সরকারিভাবে স্বীকার করে নিলেন সাধারণ সেই স্কুল শিক্ষিকাই তাঁর স্ত্রী। ব্যাস। বদলে গেল সব কিছু। হঠাৎ করেই দেশের মিডিয়ার সব স্পট লাইট ঘুরে গেল তাঁর দিকে। নির্বাচনের ভরা বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু তিনিই। কিন্তু কোথায় তিনি? যশোদাবেন মোদী? কোথায় তাঁকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না!

বুধবার ভাদোদাড়াতে মোদীর নমিনেশন জমা দেওয়ার পর থেকেই যশোদাবেনের খোঁজে হত্যে দিয়ে পড়ে আছে তামাম ভারতের মিডিয়া কুল। কিন্তু বেমালুম অদৃশ্য হয়ে গেছেন মোদী পত্নী। এবার তাঁর উপর মিডিয়ার অতি উৎসাহ ঝাঁপিয়ে পড়বে, এই সম্ভাবনা আঁচ করেই গা ঢাকা দিয়েছেন যশোদাবেন। কেউ কেউ আবার বলছে ৪০ জন মহিলার সঙ্গে এখন তিনি চার ধাম দর্শনে বেড়িয়েছেন।

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর স্ত্রী তাঁর অবসরের আগে এক সহকর্মীর কাছে আক্ষেপ করে জানিয়েছিলেন তিনি তাঁর স্বামীর কাছ থেকে কিছুই আর আশা করেন না, শুধু মাত্র চান মোদী যেন তাঁকে অন্তত স্ত্রী হিসাবে স্বীকার করে নেন। যশোদাবেনের ঘনিষ্ট আত্মীয়রা জানিয়েছেন মোদী যাতে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই প্রার্থনায় গত কয়েক মাস ধরে ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। দিনে মাত্র একবার খাচ্ছেন তিনি।

.