মোদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রধান হাতিয়ার এখন বাজপেয়ী, আপ-এর আশায় জেলের কয়েদি

নরেন্দ্র মোদী ঝড়ে কোণঠাসা কংগ্রেস এবার অটল বিহারী বাজপেয়ীর রাজধর্ম মন্তব্যের ফায়দা তুলতে ময়দানে নামল। ২০০৪ লোকসভা ভোটে এনডিএর ব্যর্থতার পিছনে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী গুজরাট দাঙ্গাকে নিয়ে যে মন্তব্য করে ছিলেন সেটাই প্রকাশ করা হল কংগ্রেসের ওয়েবসাইটে।

Updated By: Apr 11, 2014, 03:49 PM IST

নরেন্দ্র মোদী ঝড়ে কোণঠাসা কংগ্রেস এবার অটল বিহারী বাজপেয়ীর রাজধর্ম মন্তব্যের ফায়দা তুলতে ময়দানে নামল। ২০০৪ লোকসভা ভোটে এনডিএর ব্যর্থতার পিছনে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী গুজরাট দাঙ্গাকে নিয়ে যে মন্তব্য করে ছিলেন সেটাই প্রকাশ করা হল কংগ্রেসের ওয়েবসাইটে।

বাজপেয়ী বলেছিলেন, ২০০২ গুজরাট দাঙ্গার পর অনেকেই মোদীকে সরিয়ে দিতে চেয়েছিলেন। আমারও একমত ছিল। মোদীকে না সরানো হলে তিনি পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন।
দাঙ্গার দু বছর পর লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির পিছনে মোদীর ব্যর্থতাকেই দায়ী করেছিলেন বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, মোদী সঠিকভাবে রাজধর্ম পালন করতে পারেননি।

এদিকে,বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীকে হারাতে জেলে বন্দি বিধায়ক মুকতার আনসারির সঙ্গে হাত মেলাতে পারে। গতবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মুরলী মনোহর যোশীকে বেশ বেগ দিয়েছিলেন কোয়ামি একতা দলের নেতা মুকতার। অঙ্কের হিসাব বলছে মোদীকে বারাণসীতে হারাতে হলে মুকতারের সমর্থন অবশ্যই দরকার কেজরিওয়ালের। সেটা বুঝতে পেরে আপ প্রধান বললেন, কংগ্রেস-বিজেপিকে সরাতে হলে সব শক্তির সঙ্গে হাত মেলাতে হবে। তবে মুকতার আদৌ মোদীকে ছেড়ে কেজরিওয়ালকে সমর্থন করবেন কি না সেটাই দেখার।

.