ভোটে পর্যুদস্ত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া রাহুল গান্ধীর

দুই রাজ্যে বিজেপির জয়কে অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইট করে তিনি লিখেছেন, ''আমি আন্তরিক ভাবে গুজরাট ও হিমাচল প্রদেশের মানুষের রায় মাথা পেতে নিলাম। সেই সঙ্গে দুই রাজ্যের নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি।''

Updated By: Dec 18, 2017, 05:23 PM IST
ভোটে পর্যুদস্ত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিবেদন : দুই রাজ্যে বিজেপির জয়কে অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইট করে তিনি লিখেছেন, ''আমি আন্তরিক ভাবে গুজরাট ও হিমাচল প্রদেশের মানুষের রায় মাথা পেতে নিলাম। সেই সঙ্গে দুই রাজ্যের নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি।''

 

গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বড় মাপের জয় পেয়েছে বিজেপি। বিশেষ করে হিমাচল প্রদেশে কংগ্রেসকে হারিয়ে একক সংখ্যাগোরিষ্ঠতা পেয়েছে তারা। অন্যদিকে, জিএসটি, পতিদার সমস্যা সহ একাধিক ইস্যুতে গুজরাটে শুরুর দিকে কিছুটা চাপ সৃষ্টি করলেও, শেষ পর্যন্ত চওড়া হাসি দেখা গেল নরেন্দ্র মোদীর মুখেই। এই পরিস্থিতিতে দুই রাজ্যেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে টুইট করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

   

গুজরাটের মানুষকে অভিনন্দন জানিয়ে টুইটে রাহুল লিখেছেন, ''আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ আপনারা যেভাবে ক্ষোভের রাজনীতিকে সম্মানের রাজনীতি দিয়ে লড়াই করেছেন।''   

.