লখিমপুরে TMC-কে কেন অনুমতি? প্রশ্ন Rahul-র, পার্ট টাইম রাজনীতিক, কটাক্ষ তৃণমূলের
মঙ্গলবার দু’ভাগে ভাগ হয়ে লখিমপুরে পৌছয় তৃণমূলের প্রতিনিধি দল (TMC)।
নিজস্ব প্রতিবেদন: লখিমপুর নিয়ে বিরোধী শিবিরে ভাঙন? কংগ্রেসকে আটকানো হলেও কেন তৃণমূলকে ছাড় দেওয়া হল, সেই প্রশ্ন তুলে দিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) সরাসরি বিজেপির সঙ্গে তৃণমূলের সমঝোতার অভিযোগ করেছেন। তার পাল্টা রাহুলকে পার্টটাইম রাজনীতিক বলে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
লখিমপুরে 'এক যাত্রায় পৃথক ফল' কেন সেটাই বোঝাতে চেয়েছেন রাহুল (Rahul Gandhi)। তিনি বলেন,''সবাইকে আটকানো হয়নি। দু'টি দল গতকাল গিয়েছিল- টিএমসি ও ভীম আর্মি। শুধু আমাদের আটকানো হয়েছিল। বাকিদের যেতে দিয়েছে। আমরা কী ভুল করেছি?''
প্রত্যাশিতভাবে রাখঢাক রাখেননি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর কথায়,''কংগ্রেসকে খতম করার জন্য দু'টি দলকে পিছন থেকে মদত দিচ্ছে বিজেপি। একটা দলের নাম আপ, আর একটা তৃণমূল কংগ্রেস। দু'টি দলকে অনুমতি দেওয়া হয়েছে। অথচ বাংলায় এসে ভাষণবাজি হবে- মোদীর বিরুদ্ধে কংগ্রেস লড়াই করে না, তৃণমূল করে। বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সমঝোতা স্পষ্ট।''
তৃণমূলের তরফে পাল্টা দিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর টুইট,''রাহুল গান্ধীর জানা উচিত, দীর্ঘ লড়াই করে লখিমপুরে পৌঁছতে পেরেছেন তৃণমূলের সাংসদরা। তৃণমূলকে রুখতে ত্রিপুরার আগরতলায় ১৪৪ ধারা জারি রয়েছে। অমেঠি ও উত্তরপ্রদেশে হেরেছে কংগ্রেস। কিন্তু বাংলায় বিজেপিকে হারিয়েছে তৃণমূল। পঞ্জাবে গোলমাল পাকিয়েছে কংগ্রেস।''
1/2- Rahul Gandhi should know:@AITCofficial MPs are in Lakhimpur after a long fight.
In Tripura, BJP imposed 144 throughout Agartala only to prevent @abhishekaitc.
INC is a looser in their traditional UP incldng Amethi. But TMC defeated BJP in Bengal.
INC made Punjab a mess— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 6, 2021
কুণালের কটাক্ষ, বিকৃত তথ্য দিয়ে রাহুল গান্ধীর বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ পার্টটাইম রাজনীতিকের কাছ থেকে ভুলভাল মন্তব্য গ্রহণ করবে না তৃণমূল। কুণালের সংযোজন, আমরা কংগ্রেসকে সম্মান করি। বিজেপি বিরোধী জোটের পক্ষে আমরা। শুধু টুইটারে নয় রাস্তায় নেমে আন্দোলন করছি।
2/2:
Rahul Gandhi should not try to confuse people by distorting facts.TMC will not accept any loose non political comment from any part time politician who has failed to combat BJP.
We respect INC. We are in favour of non BJP unity.
We are on roads, not in tweeter only.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 6, 2021
মঙ্গলবার দু’ভাগে ভাগ হয়ে লখিমপুরে পৌছয় তৃণমূলের প্রতিনিধি দল। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন কাকলি ঘোষদস্তিদার, দোলা সেন, সুস্মিতা দেবরা। তখনও কংগ্রেস নেতারা লখিমপুরে ঢোকার অনুমতি পাননি।
আরও পড়ুন- বাংলা গানকে আরও ফাটাফাটি করার ভাবনাচিন্তা করছি, অ্যালবাম প্রকাশ গায়িকা Mamata-র