রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচারে রাহুল জানিয়ে দিলেন `মরতে ভয় পাই না`
বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানের জনসভায় বিজেপিকে কড়া আক্রমণ করলেন রাহুল গান্ধী। সাম্প্রদায়িক হিংসার জন্য নরেন্দ্র মোদীর দলকেই দায়ী করেন তিনি। আবেগে ভরা ভাষণে ইন্দিরা-রাজীবের হত্যার প্রসঙ্গও টেনে আনেন রাহুল। বলেন, বাবা-ঠাকুমার মতো তিনিও মরতে ভয় পান না।
বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানের জনসভায় বিজেপিকে কড়া আক্রমণ করলেন রাহুল গান্ধী। সাম্প্রদায়িক হিংসার জন্য নরেন্দ্র মোদীর দলকেই দায়ী করেন তিনি। আবেগে ভরা ভাষণে ইন্দিরা-রাজীবের হত্যার প্রসঙ্গও টেনে আনেন রাহুল। বলেন, বাবা-ঠাকুমার মতো তিনিও মরতে ভয় পান না।
কয়েকদিন আগে মধ্যপ্রদেশের জনসভায়, খাদ্য সুরক্ষা বিলে ভোটাভুটির সময় সোনিয়া গান্ধীর অসুস্থতার প্রসঙ্গ তুলেছিলেন রাহুল গান্ধী। বুধবার, রাজস্থানের চুরুতে কার্যত সেই জায়গা থেকেই বক্তৃতা শুরু করলেন রাহুল। ভোটারদের মন জয়ের উদ্দেশে বললেন, নির্বাচনী জনসভা হলেও তিনি বলবেন নিজের মনের কথা। ইন্দিরা গান্ধী-রাজীব গান্ধীর হত্যার প্রসঙ্গ টেনে তুমুল সমালোচনা করলেন বিজেপির। গুজরাত হিংসার কথা বলে নাম না করে বিঁধলেন নরেন্দ্র মোদীকে।
জনসভায় মোদীর বক্তৃতার ইউএসপি যদি হয়, সাম্প্রতিক নানা ঘটনাকে নিজের ভাষণে জুড়ে দেওয়া, তাহলে রাহুলের বুধবারের ভাষণের ইউএসপি ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আবেগ।
চুরুর পর রাজস্থানের আলোয়ারের সভাতেও সাম্প্রদায়িক হিংসার প্রশ্নে বিজেপিকে কড়া আক্রমণ করেন রাহুল গান্ধী। সাম্প্রদায়িক হিংসায়
মদত দেওয়াকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করেন তিনি। রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।
খাদ্য সুরক্ষা বিল, জমি বিল, ১০০ দিনের কাজের প্রকল্পের কথা নিজের বক্তৃতায় এদিন ছুঁয়ে যান কংগ্রেস সহ-সভাপতি। ভোটারদের মন জয়ে প্রতিশ্রুতি দেন বিজলি-পানি-সড়কের।