Rahul Gandhi: চূড়ান্ত স্বস্তি! সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী
Rahul Gandhi gets back Loksabha Membership: রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে বিরোধী ইন্ডিয়া জোট যে আরও সুর চড়াবে, কেন্দ্রে বিজেপি সরকারের উপর আরও চাপ বাড়াবে তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যেই সময়ে রাহুল গান্ধী তাঁর সাংসদ পদ ফিরে পেলেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চূড়ান্ত স্বস্তি রাহুল গান্ধীর। সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। লোকসভার সচিবালয়ের সিদ্ধান্তেই সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। মোদীর পদবী নিয়ে মন্তব্য মামলায় 'সুপ্রিম' স্থগিতাদেশের পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। অবশেষে চূড়ান্ত স্বস্তি রাহুল গান্ধীর। প্রসঙ্গত, সংসদে এখন বাদল অধিবেশন চলছে। সাংসদ পদ ফিরে পাওয়ায় আজ-ই বা অধিবেশনের বাকি দিনগুলোতে লোকসভায় রাহুল গান্ধীকে দেখতে পাওয়া যাবে কিনা, সেই প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, মণিপুর ইস্যুতে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের উপর ৮ ও ৯ তারিখ লোকসভায় আলোচনার দিন ধার্য করেছেন স্পিকার। ৯ তারিখ, শেষদিনে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুর ইস্যুতে লোকসভায় কৌশলে মোদীকে বিবৃতি দিতে বাধ্য করতেই বিরোধী ইন্ডিয়া জোটের তরফে অনাস্থা আনে কংগ্রেস। এখন রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে বিরোধী ইন্ডিয়া জোট যে আরও সুর চড়াবে, কেন্দ্রে বিজেপি সরকারের উপর আরও চাপ বাড়াবে তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যেই সময়ে রাহুল গান্ধী তাঁর সাংসদ পদ ফিরে পেলেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ রাহুল গান্ধীকে সাসপেনশন নোটিস বিরোধী ঐক্যের সলতে পাকানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর এখন রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পেতে, লোকসভায় বিরোধী ইন্ডিয়া জোট যে তাদের আক্রমণের ঝাঁঝ বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।
রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পেতেই উচ্ছ্বাসে মেতেছেন কংগ্রেস কর্মীরা। ইতিমধ্যেই কংগ্রেস কার্যালয়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। চলছে মিষ্টিমুখের পালা। প্রসঙ্গত, মোদী পদবী নিয়ে মন্তব্যে ‘অপরাধমূলক মানহানি’ মামলায় ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাট আদালত। ২০১৯ সালের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে গুজরাতের নিম্ন আদালত। সুরাট আদালতের কারাদণ্ডের নির্দেশের পরই খারিজ হয়ে যায় রাহুলের সাংসদ পদ। সুরাট কোর্টের নির্দেশের উপর শুক্রবার স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।
The decision to reinstate Shri @RahulGandhi as an MP is a welcome step.
It brings relief to the people of India, and especially to Wayanad.
Whatever time is left of their tenure, BJP and Modi Govt should utilise that by concentrating on actual governance rather than… pic.twitter.com/kikcZqfFvn
— Mallikarjun Kharge (@kharge) August 7, 2023
আরও পড়ুুন, Rahul Gandhi: মোদী পদবী মামলায় স্বস্তি সুপ্রিম কোর্টে, কী বললেন রাহুল গান্ধী?