তুঘলকি লকডাউন, ঘণ্টা বাজানো ও প্রভুর গুণকীর্তন- কেন্দ্রকে নিশানা Rahul-র

দেশে দৈনিক ২ লক্ষ পেরিয়ে গিয়েছে করোনা আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ২,১৭,৩৫৩। 

Updated By: Apr 16, 2021, 02:07 PM IST
তুঘলকি লকডাউন, ঘণ্টা বাজানো ও প্রভুর গুণকীর্তন- কেন্দ্রকে নিশানা Rahul-র

নিজস্ব প্রতিবেদন: গতবছর দীর্ঘ লকডাউন (Lockdown)। তার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিন জীবনযাত্রা। এর মধ্যেই ধেয়ে এল করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ। দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় করোনা (Coronavirus) মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রশ্ন তুললেন কেন্দ্রের কোভিড-রণনীতি নিয়ে। 

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) টুইট করেছেন,'কেন্দ্রীয় সরকারের কোভিড রণনীতি। ধাপ ১- তুঘলকি লডডাউন জারি। ধাপ ২- ঘণ্টা বাজাও। ধাপ ৩- প্রভুর গুণকীর্তন।'

গতবছর মাত্র কয়েক ঘণ্টা নোটিসে দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ঘরে ফিরতে সমস্যায় পড়েছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। ওই ঘটনার কথাই উল্লেখ করে তুঘলকি লকডাউন খোঁচা দিলেন রাহুল (Rahul Gandhi)। পরের খোঁচা লকডাউনের মাঝে থালা-বাটি বাজানোর আবেদন নিয়ে। যেভাবে নরেন্দ্র মোদীর প্রশংসা করেন বিজেপি নেতারা, তৃতীয় খোঁচাটি সেনিয়ে।অতিসম্প্রতি টিককারণ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাহুল (Rahul Gandhi)। তাঁর দাবি, প্রচুর টিকা বিদেশে রফতানি করছে কেন্দ্র। তার জেরে দেশে তৈরি হচ্ছে সঙ্কট। কংগ্রেসশাসিত রাজ্যগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্রের 'করোনা-অব্যবস্থাপনা' নিয়ে সরব হন সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)।                     
          
দেশে দৈনিক করোনা আক্রান্ত ২ লক্ষ পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ২,১৭,৩৫৩। ভারতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১ কোটি ৪২ লক্ষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৫ জন।      

আরও পড়ুন- আতঙ্কের কুম্ভ! পাঁচ দিনে আক্রান্ত ১৭০১, দেরাদুনে করোনার শিকার এক সাধু

.