পোস্টারের পর এবার আদালতের সমন রাহুলকে
Updated By: Mar 30, 2015, 07:59 PM IST
নিখোঁজ রাহুল গান্ধী। সন্ধান চেয়ে আগেই পোস্টার পড়েছিল আমেঠিতে। এবার সমন পাঠাল আদালত। RSS-এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা চলছে মহারাষ্ট্রের আদালতে। আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল কংগ্রেস সহসভাপতির। কিন্তু রাহুলের আইনজীবী জানান, তাঁর পক্ষে হাজির হওয়া সম্ভব নয়। তা শুনে ৮ মে রাহুলকে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।
এর আগে ২০১৪ সালের ৬ মার্চ মহারাষ্ট্রের থানেতে এক নির্বাচনী সভায় RSS-এর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, মহাত্মা গান্ধীকে খুন করেছে RSS-এর লোকেরাই। এরপরেই ভিওয়াণ্ডি আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক RSS কর্মী।