Rahul Gandhi: লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী!

২০১৪ আর ২০১৯। পরপর দু'বার লোকসভা ভোটে ন্যূনতম ১০ শতাংশ আসনও ছিল অধরা। ফলে লোকসভার বিরোধী দলের মর্যাদা পায়নি কংগ্রেস। আর এবার? দিল্লিতে যেমন একক সংখ্য়াগরিষ্ঠতা পায়নি বিজেপি, তেমনি দুশোরও বেশি আসনে জিতেছে বিরোধীর ইন্ডিয়া জোট। ফল ঘোষণার পর থেকে রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতার করার দাবি তুলেছিলেন কংগ্রেস সাংসদরা। এমনকী, এই মর্মে প্রস্তাবও পাস করা হয় দলের বর্ধিত কর্মসমিতির বৈঠকে।   

Updated By: Jun 25, 2024, 10:45 PM IST
Rahul Gandhi: লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী!

রাজীব চক্রবর্তী: জল্পনা চলছিলই। 'লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী', দিল্লিতে ইন্ডিয়া জোটে বৈঠক শেষে জানালেন কংগ্রেস নেতা বেণুগোপাল। বললেন, 'প্রোটেম স্পিকারকে বি মহতাবকে চিঠি লিখে দলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধী'।

আরও পড়ুন:  Asaduddin Owaisi: শপথ নিয়েই 'জয় প্যালেস্টাইন' স্লোগান ওয়েসির মুখে, তীব্র হইচই বিজেপির

২০১৪ আর ২০১৯। পরপর দু'বার লোকসভা ভোটে ন্যূনতম ১০ শতাংশ আসনও ছিল অধরা। ফলে লোকসভার বিরোধী দলের মর্যাদা পায়নি কংগ্রেস। আর এবার? দিল্লিতে যেমন একক সংখ্য়াগরিষ্ঠতা পায়নি বিজেপি, তেমনি দুশোরও বেশি আসনে জিতেছে বিরোধীর ইন্ডিয়া জোট। ফল ঘোষণার পর থেকে রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতার করার দাবি তুলেছিলেন কংগ্রেস সাংসদরা। এমনকী, এই মর্মে প্রস্তাবও পাস করা হয় দলের বর্ধিত কর্মসমিতির বৈঠকে। 

কেরলের ওয়ানাড থেকে ফের সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল। আবার সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলিতেও রেকর্ড  ৪ লাখ ৪২ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য দীনেশ প্রতাপ সিংকেও। পরে অবশ্য নিয়মাফিক ওয়ানাড কেন্দ্রটি ছেড়ে দিতে হয় তাঁকে। ওই কেন্দ্রে উপনির্বাচনী কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। এদিন দিল্লিতে ইন্ডিয়া জোটে সর্বসম্মতিতে সেই রাহুলকেই বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।  

 

এদিকে লোকসভার স্পিকার পদেও এবার নির্বাচন! বিরোধীদের প্রার্থী, ৮ বারের সাংসদ কে সুরেশকেই কি সমর্থন তৃণমূলের? আজ, বিকেলে মমতা বন্দ্য়োপাধ্যায়কে সঙ্গে ফোন কথা বলেছেন রাহুল গান্ধী। আগামিকাল, বুধবার সকাল সাড়ে ন'টার মধ্যে কংগ্রেসকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে তৃণমূল। ইন্ডিয়া জোটের বৈঠকে অবশ্য শরিক দলগুলোর মধ্যে অনেক দলই অভিযোগ করেছে, আরও আগে সমন্বয় বৈঠক ডাকার প্রয়োজন ছিল।

আরও পড়ুন:  Uttar Pradesh: বিরিয়ানিতে কেন চিকেন লেগপিস নেই! মারামারিতে রণক্ষেত্র বিয়েবাড়ি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.