মোদীর বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের নিয়ে জোটের ইঙ্গিত রাহুলের
শনিবার ইয়েদুরাপ্পা ইস্তফা দেওয়ার পরই সাংবাদিক বৈঠক রাহুল গান্ধীর।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ইয়েদুরাপ্পার ইস্তফার পরই বিজেপি আক্রমণ শানালেন রাহুল গান্ধী। তিনি বলেন, ''এই পরাজয় থেকে শিক্ষা নিল আরএসএস-বিজেপি।ওদের রুখে দিয়েছে কর্ণাটক।''
শনিবার ইয়েদুরাপ্পা ইস্তফা দেওয়ার পরই সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, ''কর্ণাটকের মানুষের কণ্ঠস্বরের রক্ষা করেছি আমরা। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কংগ্রেস-জেডিএসের চেয়ে কম ভোট পেয়েছে ওরা।দেশের প্রধানমন্ত্রীর আচরণ গণতান্ত্রিক নয়, তিনি স্বৈরাচারী, সেটা উনি নিজেও জানেন।''
I am proud that opposition stood together & defeated the BJP and we will continue to do so: Rahul Gandhi after BS Yeddyurappa's resignation as Karnataka CM pic.twitter.com/jo8qciyFoW
— ANI (@ANI) 19 May 2018
Did you notice that after the entire exercise in Karnataka Vidhan Sabha, the BJP legislators & speaker chose to leave the house before the national anthem? It shows they can disrespect any institution if in power, both BJP & RSS have disrespected institutions: Rahul Gandhi pic.twitter.com/ZjUNzpFIeV
— ANI (@ANI) 19 May 2018
এরইসঙ্গে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের নিয়ে লড়াইয়ের বার্তাও দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন,''প্রতিটি রাজ্যের মানুষের কণ্ঠস্বর রক্ষা করব আমরা। বিরোধীরা একজোট হয়ে বিজেপিকে রুখে দিয়েছে। এভাবেই চলব আমরা।'' উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে একাধিকবার জোটের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কর্ণাটকে ত্রিশঙ্কু ফলের পর মমতা প্রতিক্রিয়া দিয়েছিলেন, ''নির্বাচনের আগে জেডিএস-কংগ্রেস জোট হলে ফল আলাদা হত।'' শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইয়েদুরাপ্পার ইস্তফা দেওয়ার পরই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মমতা বলেন,''আঞ্চলিক শক্তির জয়।''
Democracy wins. Congratulations Karnataka. Congratulations DeveGowda Ji, Kumaraswamy Ji, Congress and others. Victory of the 'regional' front
— Mamata Banerjee (@MamataOfficial) 19 May 2018
আরএসএস-বিজেপিকে বিঁধে রাহুল বলেন,''কর্ণাটকের জনাদেশকে অসম্মান করেছে বিজেপি-আরএসএস। ভারতে ক্ষমতা, অর্থ ও দুর্নীতিই সব কিছু নয়। কর্ণাটক থেকে শিক্ষা নিল আরএসএস-বিজেপি। ঔদ্ধত্যের সীমা থাকা উচিত। ঘোড়া কেনাবেচায় মদত দিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি নিজেই দুর্নীতিতে জড়িত।''
You've seen openly how the PM directly authorized purchasing of MLAs in Karnataka, so the idea that PM spreads in the country that he is fighting corruption, is a blatant lie, he is corruption: Rahul Gandhi pic.twitter.com/ydsmBGd2x6
— ANI (@ANI) 19 May 2018
আরও পড়ুন- কর্ণাটকে আড়াই দিনের বিজেপি সরকারের পতন, ইস্তফা ইয়েদুরাপ্পার