''শুধু হিন্দু নন, রাহুল পৈতেধারী হিন্দু'', জানাল 'মরিয়া' কংগ্রেস
গুজরাট নির্বাচনের আগে রাহুল গান্ধীকে পৈতেধারী হিন্দু প্রমাণে 'মরিয়া' কংগ্রেস।
নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধী পৈতেধারী হিন্দু, স্পষ্ট করে দিল কংগ্রেস। সোমনাথ মন্দিরের রেজিস্টারে 'অহিন্দু' হিসাবে নাম নথিভুক্ত হয়েছে রাহুল গান্ধীর, এই বিতর্কের ব্যাখ্যা দিতে গিয়েই আজ এমন দাবি করে কংগ্রেস। বিভিন্ন সংবাদ মাধ্যমে রেজিস্টারের যে অংশটির ছবি তুলে ধরা হয়েছে তাকে ভুয়ো বলে দাবি করার পাশাপাশি গোটা ঘটনাকে বিজেপির সাজানো নাটক বলেও মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। কংগ্রেসের দাবি, মন্দিরে একটিই ভিজিটর্স বুক রয়েছে। আর সেখানে নিজের নাম লিখে স্বাক্ষর করেছেন রাহুল। ফলে জল্পনার কোনও কারণই নেই। তবে গুজরাটে নির্বাচনের আগে রাহুলকে 'পৈতেধারী হিন্দু' বলার মধ্যে দিয়ে কংগ্রেসের হিন্দু দরদী হওয়ার একটা মরিয়া প্রচেষ্টা প্রকাশ পাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
Here is the original signature of Rahul Gandhi at Somnath Temple.Very clearly. The other signature is written as 'Rahul Gandhi ji', why would he write ji? Don't know who wrote it. BJP doing what it does best, diverting from real issues: Deependra Hooda,Congress pic.twitter.com/CeRqJnlA6A
— ANI (@ANI) 29 November 2017
উল্লেখ্য, গুজরাটের সোমনাথ মন্দিরে গিয়েছিলেন রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। খবরে জানা যায়, ওই মন্দিরে প্রবেশের সময় অহিন্দুদের রেজিস্টারে নিজের নাম লিখতে হয়। সেই রেজিস্টারেই নাকি রাহুল ও আহমেদ প্যাটেলের নাম লিখে স্বাক্ষর করেছেন কংগ্রেসের মিডিয়া কো-অর্ডিনেটর মনোজ ত্যাগী। কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডার কথায়, ''ওই রেজিস্টারে রাহুলজি লেখা রয়েছে। নিজেকে জি লিখবেন কেন রাহুল গান্ধী? কে লিখেছে জানি না? আসল বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই এসব করছে বিজেপি।''
আরও পড়ুন- নজরে ৪২ চিনা অ্যাপ, সেনাকে সতর্ক করল আইবি
কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ''রাহুল গান্ধী ভিজিটর্স বুকে নিজের নাম লিখে বার্তা দিয়েছেন। ওই রেজিস্টার তাঁকে দেওয়া হয়নি। একইসঙ্গে তাঁর সংযোজন, রাহুল গান্ধী শুধু হিন্দুই নন, বরং পৈতেধারী হিন্দু। রাজনীতিতে বিজেপির এতটা নীচে নামা উচিত নয়।'' এর আগে ২০১২ সালে নিজেকে হিন্দু ব্রাহ্মণ হিসেবে পরিচয় দিয়েছিলেন সোনিয়া পুত্র।
Not only is Rahul Gandhi ji a Hindu, he is a 'janeu dhari' Hindu. So BJP should not bring down the political discourse to this level: RS Surjewala,Congress pic.twitter.com/YY5MKQEKt5
— ANI (@ANI) 29 November 2017
আরও পড়ুন- সোমনাথ মন্দিরের রেজিস্টার খাতায় নিজেকে 'অহিন্দু' পরিচয় রাহুল গান্ধীর
কংগ্রেসের ব্যাখ্যা প্রত্যাশিতভাবেই সন্তুষ্ট করেনি বিজেপিকে। গুজরাটে ভোটের আগে 'পড়ে পাওয়া চোদ্দ আনা'র মতো এমন বিষয়কে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে তারা, এমনই মত রাজনীতির কুশিলবদের। গেরুয়া শিবিরের বক্তব্য, রেজিস্টারে রাহুল নাম লেখেননি। তাঁর সঙ্গী কংগ্রেসের মিডিয়া কো-অর্ডিনেটর লিখেছেন। আর রেজিস্টার ও ভিজিটর্স বুকের ফারাক রয়েছে। বিজেপির মুখপাত্র সম্বিত্ পাত্রের কথায়, ''রাহুল গান্ধীর ধর্মীয় পরিচয় নিয়ে এত লুকোচাপা কেন করছে কংগ্রেস? উনি ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাহুলকে তাঁর ধর্মীয় পরিচয় জানাতে হবে।''
They say this is a conspiracy but we say Congress is a conspiracy. The tip of the iceberg of their conspiracy is visible today. There is no conspiracy by anyone. You are a sinner, sin is yours. Rahul Gandhi must say who he actually is.: Sambit Patra pic.twitter.com/q4V7O2aNhF
— ANI (@ANI) 29 November 2017