হারের জন্য রাহুলকে দায়ী করছে না কংগ্রেস
দিল্লি বিধানসভায় কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুল গান্ধীকে একা দায়ী করা উচিত নয় বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তী নটরাজন। কংগ্রেসের হারকে সামগ্রিক হার দায়িত্ব হিসেবেই দেখছেন জয়ন্তী।
দিল্লি বিধানসভায় কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুল গান্ধীকে একা দায়ী করা উচিত নয় বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তী নটরাজন। কংগ্রেসের হারকে সামগ্রিক হার দায়িত্ব হিসেবেই দেখছেন জয়ন্তী।
রাজস্থান, মধ্যপ্রদেশে কংগ্রেসকে ধুয়ে দিয়েছে বিজেপি। দিল্লিতেও কংগ্রেসের ভারডুবির জন্য কি রাহুলকে দায়ী করবেন তিনি? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়ন্তী বলেন, "শুধু একজনের জন্য নয়...সামগ্রিক ভাবে কংগ্রেস হেরেছে, আমরা হারের কারণ খতিয়ে দেখব, কোথায় কী ভুল হয়েছে পর্যালোচনা করব। ১৯৯৮-৯৯তে যেমন আমরা বিধানসভায় জিতেও লোকসভায় জিততে পারিনি, তেমনই ২০০৩ সালেও বিজেপি বিধানসভায় জিতলেও লোকসভায় হেরে গিয়েছিল। আমি নিশ্চিত এবারও সেরকম কিছু হতে চলেছে।"
তিন রাজ্যে কংগ্রেসকে বিজেপি ধুয়ে দিলেও ছত্তিসগড়ে চলছে সমানে সমানে লড়াই।