বৃষ্টির জেরে পুনের রাস্তায় ধসে মৃত ১০, নিখোঁজ একশোর বেশি, ভেঙে পড়েছে ৪০টি বাড়ি
Updated By: Jul 30, 2014, 07:30 PM IST
ভারী বৃষ্টিপাতের পুনের রাস্তায় ধস নেমে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে অন্তত ১৬০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার পুনের আম্বেগাঁও এলাকার মালিন গ্রামে ধস নেমে ৪০টি বাড়ি ধ্বংসস্তূপে পরিনত হয়েছে। এ দিন সকালে ওই এলাকার দুটি হ্রদে জল বেড়ে গিয়ে ধস নামে। ওই অঞ্চলে সাড়ে সাতশোরও বেশি মানুষের বাস। পুনে শহর থেকে ৭০ কিলোমিটার ও দূরে ভীমশঙ্কর জ্যোতিরলিঙ্গ মন্দির থেকে ১০ কিলোমিটার দূরে এই ধস নামার ঘটনা ঘটেছে।
এর মধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে জেলা প্রশাসন। ন্যাশনাল ডিসাস্টার রেসপন্সের ১০০ জনের দল ঘটনাস্থলে পৌছেছে। যদিও, ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান টুইট করে ঘটনাস্থলে পৌছনোর কথা জানিয়েছেন।