২ পয়সায় ১ এমবি ডেটা, ট্রাইয়ের উদ্যোগে টেলি নেটওয়ার্ক ছাড়াই হাই-স্পিড নেট পরিষেবার ভাবনা
গোটা দেশ ডিজিটাল, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদর দাস মোদীর এই স্বপ্ন সফল হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। পাবলিক ওয়াই-ফাই পরিষেবা আনতে এবার তৎপর হল কেন্দ্রীয় সরকারের সংস্থা টেলিকম অথিরিটি অব ইন্ডিয়া। খুবই কম খরচে ইন্টারনেট পরিষেবা দিতে টেলিকম অথিরিটি অব ইন্ডিয়া শহর এবং গ্রামাঞ্চলে সুলভ ওয়াই-ফাই স্কিমের কথা ভাবছে। কোনও ব্যক্তি, যেকোন কমিউনিটি, ছোট ব্যবসায়ী ইত্যাদি এবং ইত্যাদি উপভোক্তা আবেদন করে এই পরিষেবা উপভোগ করতে পারবেন।
ওয়েব ডেস্ক: গোটা দেশ ডিজিটাল, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদর দাস মোদীর এই স্বপ্ন সফল হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। পাবলিক ওয়াই-ফাই পরিষেবা আনতে এবার তৎপর হল কেন্দ্রীয় সরকারের সংস্থা টেলিকম অথিরিটি অব ইন্ডিয়া। খুবই কম খরচে ইন্টারনেট পরিষেবা দিতে টেলিকম অথিরিটি অব ইন্ডিয়া শহর এবং গ্রামাঞ্চলে সুলভ ওয়াই-ফাই স্কিমের কথা ভাবছে। কোনও ব্যক্তি, যেকোন কমিউনিটি, ছোট ব্যবসায়ী ইত্যাদি এবং ইত্যাদি উপভোক্তা আবেদন করে এই পরিষেবা উপভোগ করতে পারবেন।
এখন ১ এমবি ডেটার জন্য খরচ পরে প্রায় ১০ পয়সা। ট্রাইয়ের সুপারিশে কেন্দ্রীয় সরকার সুলভ ওয়াই-ফাই স্কিমে শিলমোহর বসালে সেই খরচ এক লাফে ২ পয়সায় নেমে আসবে। অর্থাৎ উপভোক্তা মাত্র ২ পয়সায় এক এমবি ডেটা ব্যবহার করতে পারবেন। মোবাইলে টু জি, থ্রি জি কিংবা ফোর জি পরিষেবার পরিকাঠামো তৈরি করতে যতটা ব্যয় হয়, তুলনামূলক কম খরচেই তৈরি হয়ে যাবে দেশব্যাপী ওয়াই-ফাই পরিকাঠামো।