এবার 'ধমক' দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

সংসদের অচলাবস্থা নিয়ে রীতিমতো বিরক্ত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বললেন, "যা চলছে তা মেনে নেওয়া যায় না।"  নোট ইস্যুতে প্রতিদিনই উত্তাল হচ্ছে সংসদ। পণ্ড হয়ে যাচ্ছে অধিবেশন। এ নিয়ে ক্ষুব্ধ রাষ্ট্রপতি বলেন, "আন্দোলন করার জন্য রাস্তা রয়েছে।  সংসদটা আন্দোলনের জায়গা নয়।"

Updated By: Dec 8, 2016, 05:15 PM IST
এবার 'ধমক' দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

ওয়েব ডেস্ক : সংসদের অচলাবস্থা নিয়ে রীতিমতো বিরক্ত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বললেন, "যা চলছে তা মেনে নেওয়া যায় না।"  নোট ইস্যুতে প্রতিদিনই উত্তাল হচ্ছে সংসদ। পণ্ড হয়ে যাচ্ছে অধিবেশন। এ নিয়ে ক্ষুব্ধ রাষ্ট্রপতি বলেন, "আন্দোলন করার জন্য রাস্তা রয়েছে।  সংসদটা আন্দোলনের জায়গা নয়।"

গতকালও ঠিক একই সুরে সংসদে বসে ক্ষোভ উগরে দিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। নোট বাতিলের জেরে শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল সংসদ। বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে প্রতিদিনই মুলতুবি হয়ে যাচ্ছে সংসদ।

 আরও পড়ুন, ২০০০ টাকা পর্যন্ত কার্ড লেনদেনে কোনও কর নয়

.