পোশাকে বিধি নিষেধ, সরকারি কর্মচারীরা পরতে পারবেন না জিন্স-টিশার্ট, খাদির পোশাক বাধ্যতামূলক

উগ্র রঙ-চঙে জামা কাপড় পড়ে অফিস যাওয়া যাবে না। পোশাক হতে হবে একেবারে রুচিশীল।

Updated By: Dec 13, 2020, 12:12 PM IST
পোশাকে বিধি নিষেধ, সরকারি কর্মচারীরা পরতে পারবেন না জিন্স-টিশার্ট, খাদির পোশাক বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মচারীদের পোশাক নিয়ে নতুন বিধি চালু করল মহারাষ্ট্র সরকার। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা জিন্স টি-শার্ট পড়ে অফিস যেতে পারবেন না। 

উদ্ভব ঠাকরের প্রশাসন সরকারি কর্মচারীদের পোশাকের যে নির্দেশিকা জারি করেছে, তারমধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কী পড়া যাবে আর কী নয়। মহারাষ্ট্র সরকার মনে করে, পোশাকের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় থাকলে কর্মসংস্কৃতি পরিবেশ অটুট থাকবে। 

পুরুষদের শার্ট এবং ফরমাল প্যান্ট পরতে হবে। পায়ে চটি পড়া যাবে না। কালো বুট  পরতে হবে। মহিলাদের শাড়ি সালোয়ার প্যান্ট শার্ট পরতে হবে। সপ্তাহে একদিন শুক্রবার করে খাদির পোশাক পরা বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র সরকার। 

এতেই শেষ নয়, উগ্র রঙ-চঙে জামা কাপড় পড়ে অফিস যাওয়া যাবে না। পোশাক হতে হবে একেবারে রুচিশীল।

.