প্রজাতন্ত্র দিবসের মধ্যে ভারতে জঙ্গি হানার সম্ভাবনা, দেশ জুড়ে হাই অ্যালার্ট
এবার জঙ্গি নিশানায় ভারত। বড়দিন থেকে প্রজাতন্ত্র দিবসের মধ্যে ভারতের মাটিতে নাশকতা চালাতে পারে জঙ্গিরা। এমনই সুনির্দিষ্ট তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। রাজ্যগুলিতে হাই অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
ব্যুরো: এবার জঙ্গি নিশানায় ভারত। বড়দিন থেকে প্রজাতন্ত্র দিবসের মধ্যে ভারতের মাটিতে নাশকতা চালাতে পারে জঙ্গিরা। এমনই সুনির্দিষ্ট তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। রাজ্যগুলিতে হাই অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সিডনির ক্যাফেতে বন্দুকবাজের হামলার পর চব্বিশ ঘণ্টাও কাটেনি।
জঙ্গিদের নিশানায় উঠে এসেছে পেশোয়ারের স্কুল। গুলিতে ঝাঁঝরা শতাধিক স্কুলপড়ুয়া শিশু। বেনজির ওই হামলার রেশ না কাটতেই ফের জঙ্গি হানার বার্তা। এবার টার্গেট ভারত।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশি-বিদেশি গোয়েন্দাদের খবর, তার আগেই ভারতে হামলা চালাতে পারে লস্কর ই তৈবা বা আইসিস জঙ্গিরা। গোয়েন্দাদের এই বার্তা পেয়েই রাজ্যগুলিকে সতর্ক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
পাকিস্তানের হামলার পর স্কুলগুলিতে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। নজরবন্দি হোটেল, রাজপথও।
সীমান্ত এলাকাতেও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বনগাঁর পেট্রাপোল সীমান্তে জেহাদি কাগজপত্রসহ ধরা পড়ে আরও এক সন্দেহভাজন।