ভোট 'পুজো'-র আগে মহারাষ্ট্রে তুমুল রাজনৈতিক হুড়োহুড়ি
মহারাষ্ট্রে রাজনৈতিক দলগুলির মধ্যে এখন তুমুল হুড়োহুড়ি-ব্যস্ততা। আসন্ন উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। শিবসেনা-বিজেপি এবং কংগ্রেস-এনসিপি জোট ভেঙে যাওয়ার পর সব দলগুলিকেই একেবারে শেষমুহুর্তে প্রার্থী দিতে হচ্ছে। ফলে রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়ন পত্র জমা দেবেন শেষদিনেই।
মুম্বই: মহারাষ্ট্রে রাজনৈতিক দলগুলির মধ্যে এখন তুমুল হুড়োহুড়ি-ব্যস্ততা। আসন্ন উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। শিবসেনা-বিজেপি এবং কংগ্রেস-এনসিপি জোট ভেঙে যাওয়ার পর সব দলগুলিকেই একেবারে শেষমুহুর্তে প্রার্থী দিতে হচ্ছে। ফলে রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়ন পত্র জমা দেবেন শেষদিনেই।
রাজনৈতিক দলগুলির মধ্যে কোনওরকম উত্তেজনা ঠেকাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে মুম্বই পুলিস। আসন সমঝোতা নিয়ে জটিলতার জেরে গত বৃহস্পতিবারই কংগ্রেস-এনসিপির পনের বছরের জোট ভেঙে গিয়েছে। একই দিনে ভেঙে যায় বিজেপি-শিবসেনার পচিশ বছর পুরনো জোট। দুশো অষ্টআশি আসনের মহারাষ্ট্র বিধানসভায় ভোট পনেরই অক্টোবর।