Lal Bahadur Shastri: ''তাঁর জীবনের মূল্যবোধ ও নীতি দেশবাসীকে অনুপ্রাণিত করে'', শাস্ত্রী স্মরণে মোদী
প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মোদী।
নিজস্ব প্রতিবেদন: শনিবার (২ অক্টোবর, ২০২১) প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্য্ইটারে মোদী বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী জির জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে তৈরি তাঁর জীবন সবসময় দেশবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ১৯০৪ সালের ২ অক্টোবর উত্তর প্রদেশের মুঘলসরাই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। দেশের প্রতি নিয়োজিত এই সেনানির জন্মদিন জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে পালন করা হয়। লাল বাহাদুর শাস্ত্রী অল্প বয়সে ভারতীয় জাতীয় আন্দোলনে সত্যাগ্রহের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এবং সদ্য স্বাধীন হওয়া ভারতের পুলিস ও পরিবহন মন্ত্রী হন।
पूर्व प्रधानमंत्री लाल बहादुर शास्त्री जी को उनकी जयंती पर शत-शत नमन। मूल्यों और सिद्धांतों पर आधारित उनका जीवन देशवासियों के लिए हमेशा प्रेरणास्रोत बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 2, 2021
আরও পড়ুন, Gandhi Jayanti 2021: মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজঘাটে মোদী, মাল্যদানে 'জাতির জনক'কে শ্রদ্ধার্ঘ
এদিন লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে লেখেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শত প্রণাম।"
১৯৬৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী এবং ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় দেশকে নেতৃত্ব দেন। ১৯৬৬ সালের ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)