১ জুন থেকে প্রায় সব জিনিসেরই বেশি দাম দিতে হবে আপনাকে!

ব্যাস হয়ে গেল। এই মাসের শেষ কয়েকটা দিন আর। তারপর ১ জুন থেকে প্রায় সব জিনিসেরই বেশি দাম গুনতে হবে আপনাকে! ভাবছেন কেন? তার আগে জেনে নিন কী কী জিনিসের দাম বাড়তে চলেছে।

Updated By: May 28, 2016, 03:15 PM IST
১ জুন থেকে প্রায় সব জিনিসেরই বেশি দাম দিতে হবে আপনাকে!

ওয়েব ডেস্ক: ব্যাস হয়ে গেল। এই মাসের শেষ কয়েকটা দিন আর। তারপর ১ জুন থেকে প্রায় সব জিনিসেরই বেশি দাম গুনতে হবে আপনাকে! ভাবছেন কেন? তার আগে জেনে নিন কী কী জিনিসের দাম বাড়তে চলেছে।

রেস্টুরেন্টে খাওয়াই হোক অথবা মোবাইল পরিষেবা। শুধু এই নয়, আপনি রেল সফর করুন অথবা বিমান সফর, সবকিছুর জন্যই বাড়তি টাকা দিতে হবে। আগামী ১ জুন থেকে সব জিনিসেরই প্রায় দাম বেড়ে যাচ্ছে, তার কারণ, ০.০৫ শতাংশ হারে কৃষি কল্যাণ সেস বসানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় উত্পাদন ও আমদানি শুল্ক পর্ষদ। তাই ওই দিন থেকে সাধারণ মানুষের প্রায় প্রত্যেক জিনিসের জন্যই বাড়তি কিছু অর্থ গুনতে হবে।

.