শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনই জারি হতে চলেছে দিল্লিতে

শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে দিল্লিতে। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি বিধানসভা ভোটে কোনও দলই সরকার গঠনের ম্যাজিক ফিগার পায়নি। প্রয়োজনীয় গরিষ্ঠতা না থাকায় বিজেপি ও আম আদমি পার্টি কেউই সরকার গঠনে রাজি হয়নি।

Updated By: Dec 16, 2013, 07:28 PM IST

শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে দিল্লিতে। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি বিধানসভা ভোটে কোনও দলই সরকার গঠনের ম্যাজিক ফিগার পায়নি। প্রয়োজনীয় গরিষ্ঠতা না থাকায় বিজেপি ও আম আদমি পার্টি কেউই সরকার গঠনে রাজি হয়নি।

কংগ্রেস সমর্থন দিতে রাজি হলেও সেই সমর্থন নিতে রাজি হয়নি আপ। পরিস্থিতি থেকেই বোঝা যাচ্ছিল রাষ্ট্রপতি শাসনই জারি হতে চলেছে দিল্লিতে। অবশেষে বিধানসভা জিইয়ে রেখে কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন লেফটেন্যান্ট গভর্ণর।

প্রসঙ্গত, ৭০ আসনের বিধানসভায় বিজেপি পায় ৩২ টি আসন, আম আদমি পার্টি জেতে ২৮টি আসন, কংগ্রেস পায় ৮টি আসন, অন্যান্য দলেরা পায় ৮ টি আসন। সরকার গড়তে হলে চাই ৩৬ জন বিধায়কের সমর্থন। সেক্ষেত্রে সরকার গড়তে হলে বিজেপি-র আরও ৪ বিধায়কের সমর্থন লাগত। কিন্তু হর্ষবর্ধন সরকার গঠনে আগ্রহ দেখাননি। আম আদমি পার্টিও কংগ্রেস-বিজেপি-র সমর্থন দিতে রাজি হয়নি। তাই শেষ অবধি রাষ্ট্রপতি শাসনই জারি হতে চলেছে।

.