প্রধান চিন্তা প্রধানমন্ত্রীকে নিয়েই, করোনা উদ্বেগ বাড়াচ্ছে অযোধ্যায়

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রামমন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস জানান যে তিনি এ বিষয়ে একটু হলেও চিন্তিত। "অবশ্যই এটা বেশ চিন্তার বিষয়। মন্দিরের সেবায়েতদের যে দলটি প্রাত্যহিক পুজোপাঠ করেন, তাদের মধ্যেই একজন প্রেমকুমার তিওয়ারি।" 

Updated By: Aug 4, 2020, 11:10 AM IST
প্রধান চিন্তা প্রধানমন্ত্রীকে নিয়েই, করোনা উদ্বেগ বাড়াচ্ছে অযোধ্যায়
ফাইল চিত্র

 নিজস্ব প্রতিবেদন: যতই এগিয়ে আসছে ভূমিপুজোর দিন, ততই যেন বাড়ছে দুশ্চিন্তা। করোনা পরিস্থিতিতে কীভাবে সাবধানতা বজায় রাখা হবে তা নিয়ে চিন্তিত প্রশাসন। আর তারই মধ্যে এল আরও এক দুঃসংবাদ। মন্দিরের আরও এক সেবায়েতের সোমবার করোনা পজিটিভ রিপোর্ট এল। আর তার ফলে বাড়ল আরও চিন্তার ভাঁজ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রামমন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস জানান যে তিনি এ বিষয়ে একটু হলেও চিন্তিত। "অবশ্যই এটা বেশ চিন্তার বিষয়। মন্দিরের সেবায়েতদের যে দলটি প্রাত্যহিক পুজোপাঠ করেন, তাদের মধ্যেই একজন প্রেমকুমার তিওয়ারি।"

দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হন প্রদীপ দাস নামে মন্দিরের আরও এক সেবায়েত। তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। একই সঙ্গে করোনা পজিটিভ ধরা পড়ে ১৬ জন পুলিসকর্মীর। তাঁরা প্রত্যেকেই মন্দির চত্বরে প্রহরার কাজে নিযুক্ত ছিলেন। সমগ্র পরিস্থিতিতে যে আরও সাবধানতা প্রয়োজন তা স্বীকার করে নিলেন রামমন্দিরের প্রধান পুরোহিত। তিনি বলেন, "মন্দিরের একই জায়গায় আমরা সকলেই থাকি। আমার অন্যান্য কিছু শারীরিক সমস্যাও রয়েছে। আমার বয়সও তো কম নয়।"

যদিও ইতিমধ্যে সত্যেন্দ্র-সহ মন্দির কর্তৃপক্ষের বেশিরভাগ সদস্য ও সেবায়েতদের করোনা টেস্ট করা হয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে ১৭৫ জন ভিভিআইপি নিয়ে ভূমিপুজোর অনুষ্ঠান কি সম্ভব? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অযোধ্যার বাতাসে। ভূমিপুজোর অনুষ্ঠান ঝুঁকিপূর্ণ কিনা সে প্রসঙ্গে বলতে গিয়ে গতকাল অযোধ্যার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা যতটা প্রয়োজন করোনা পরীক্ষায় জোর দিয়েছি। সেই সঙ্গে যাবতীয় সাবধানতায় জোর দেওয়া হচ্ছে। তাই এই অনুষ্ঠানে কোনও ঝুঁকির বিষয় নেই।"

"এর আগে এপ্রিলে রামনবমী পালন হয়েছে, ইদ উদযাপন হয়েছে নির্বিঘ্নে, তাহলে এক্ষেত্রে সমস্যার কী আছে?" প্রশ্ন করলেন রামমন্দির কমিটির সদস্য প্রকাশ শর্মা। রামমন্দিরের ভূমিপুজোর ২ দিন আগেই প্রকাশ্যে এসেছে আমন্ত্রিতদের তালিকা। তালিকার শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরও তিন। করোনা পরিস্থিতিতে মাথায় রেখে আমন্ত্রিতদের সংখ্যায় যে অনেকটাই কাঁটছাঁট করা হয়েছে তা বলাই বাহুল্য।

৫ অগস্টের অনুষ্ঠানের মঞ্চে হাজির থাকবেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। এছাড়াও হাজির থাকবেন হেভিওয়েট বিজেপি নেতা-মন্ত্রীরা। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখা হবে, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
আরও পড়ুন : ভূমি পুজোর অনুষ্ঠানে সবার আগে আমন্ত্রণ অযোধ্যা বিতর্কে মামলাকারী ইকবাল আনসারিকে

.