প্রণবের হাতে ভারত রত্ন তুলে দিলেন রাষ্ট্রপতি, চেয়ার ছেড়ে উঠে শুভেচ্ছা মোদীর

চলতিবছর ২৫ জানুয়ারি প্রণব মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখকে ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়।

Updated By: Aug 8, 2019, 07:42 PM IST
প্রণবের হাতে ভারত রত্ন তুলে দিলেন রাষ্ট্রপতি, চেয়ার ছেড়ে উঠে শুভেচ্ছা মোদীর

নিজস্ব প্রতিবেদন: ভারত রত্ন পেলেন প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর হাতে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর সঙ্গে ভারত রত্ন পেলেন সমাজসেবী নানাজি দেশমুখ। এবং মরণোত্তর ভারত রত্ন দেওয়া হল অহমিয়া গায়ক-সুরকার ভূপেন হাজারিকাকে। 

চলতিবছর ২৫ জানুয়ারি প্রণব মুখোপাধ্যায় ও নানাজি দেশমুখকে ভারত রত্ন এবং ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়। বুধবার এল সেই মাহেন্দ্রক্ষণ। এদিন নিজের উত্তরসূরীর হাত থেকে ভারত রত্ন গ্রহণ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

 

চেয়ার ছেড়ে উঠে প্রণব দা-কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বিভিন্ন সময় প্রণব মুখোপাধ্যায়ের দরাজ প্রশংসা শোনা গিয়েছে মোদীর গলায়। আবার মোদীর নেতৃত্বের সুনামও করেছেন বঙ্গসন্তান। 

.