বিদেশে চলে গেলে বন্ধ হয়ে যাবে পিপিএফ অ্যাকাউন্ট!

Updated By: Oct 30, 2017, 10:03 PM IST
বিদেশে চলে গেলে বন্ধ হয়ে যাবে পিপিএফ অ্যাকাউন্ট!

নিজস্ব প্রতিনিধি:  পিপিএফ অর্থাত্ পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়মাবলীতে বেশ কিছু পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। পিপিএফের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আমানতকারী বিদেশে চলে যান, সেক্ষেত্রে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, বিদেশে চলে যাওয়া আমানতকারীদের সেভিংস সার্টিফিকেটও বন্ধ হয়ে যাবে বলে জানিয়ে দিল কেন্দ্র।

 ১৯৬৮ সালের পিপিএফ-এ সংশোধন করে বলা হয়েছে,  এদেশে এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলার পর তাঁর আমানতের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যদি কোনও ব্যক্তি বিদেশে পাকাপাকিভাবে চলে যান, তাহলে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রেও বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। বিদেশে যাওয়ার আগে পর্যন্ত আমানতকারী ওই সার্টিফিকেট ভাঙিয়ে টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে প্রকল্প শুরুর দিন থেকে সংশ্লিষ্ট দিন পর্যন্ত হারে সুদ পাবেন৷ তবে সার্টিফিকেট এনক্যাশ না করেই বিদেশে চলে গেলে বন্ধ হয়ে যাবে ওই স্কিম ৷ অর্থমন্ত্রক আরও স্পষ্ট করে দিয়েছে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, মান্থলি ইনকাম স্কিম এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে কোনও দেশের বাইরের কেউ বিনিয়োগ করতে পারেন না৷

.