পেট্রোল: কেন্দ্রীয় নীতির সমালোচনা শরদ পাওয়ারের
পেট্রোলের মূল্যবৃদ্ধি ইস্যুতে ঘরে বাইরে চাপের মুখে ইউপিএ সরকার। সেই সময়েই এই ইস্যুতে চাপ বাড়ালেন কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সরকারের দৃঢ় সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পেট্রোলের মূল্যবৃদ্ধি ইস্যুতে ঘরে বাইরে চাপের মুখে ইউপিএ সরকার। সেই সময়েই এই ইস্যুতে চাপ বাড়ালেন কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সরকারের দৃঢ় সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, পেট্রোলের দাম নির্ধারণ নিয়ে এনডিএ আমলের নীতির বদল ঘটানোর সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ওঠা-নামার সঙ্গে পেট্রোলের দাম নির্ধারিত হবে। এনডিএ আমলের এই নীতির বদল ঘটিয়ে ভুল করেছে মনমোহন সিং সরকার।
উদাহরণ তুলে ধরে, শরদ পাওয়ার বলেন সুস্থ হতে গেলে অনেকসময়ই মানুষকে তেতো ওযুধও খেতে হয়। ফলে সরকারের উচিত পেট্রোলের দাম নিয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা। পেট্রোলের দামবৃদ্ধি নিয়ে শুধু বিরোধী দলই নয়, সরকারকে অস্বস্তিতে ফেলেছে শরিক তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে। এবার সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় সরব হল শরিক এনসিপিও।