Shocking!!! পর্নহাবের কর্মী ভারতের 'এই' মন্ত্রী!

তাঁর নামে বিতর্ক ছড়িয়েছে দিন কয়েক ধরেই। অভিযোগের ভিত্তিতে তাঁকে সরিয়েও দেওয়া হয়েছে। তিনি দিল্লির রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্দীপ কুমার। আপ(AAP) সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারীর অভিযোগ ওঠা মাত্রই তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে। এই চরম বিতর্কের মাঝে এবার আরও বড় ধাক্কা খোদ সন্দীপ ও তাঁর দলের বিরুদ্ধে। পর্নহাব নামে বিশ্বের সর্ববৃহত্ একটি পর্নসাইটের পক্ষ থেকে একটি টুইটে বলা হয়েছে সন্দীপ তাদের কর্মী। টুইটে সরাসরি বলা হয়েছে, 'আমরা আমাদের প্রতিটি কর্মীকে ভালোবাসি...সন্দীপ কুমার সহ।'

Updated By: Sep 1, 2016, 08:12 PM IST
Shocking!!! পর্নহাবের কর্মী ভারতের 'এই' মন্ত্রী!

ওয়েব ডেস্ক : তাঁর নামে বিতর্ক ছড়িয়েছে দিন কয়েক ধরেই। অভিযোগের ভিত্তিতে তাঁকে সরিয়েও দেওয়া হয়েছে। তিনি দিল্লির রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্দীপ কুমার। আপ(AAP) সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারীর অভিযোগ ওঠা মাত্রই তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে। এই চরম বিতর্কের মাঝে এবার আরও বড় ধাক্কা খোদ সন্দীপ ও তাঁর দলের বিরুদ্ধে। পর্নহাব নামে বিশ্বের সর্ববৃহত্ একটি পর্নসাইটের পক্ষ থেকে একটি টুইটে বলা হয়েছে সন্দীপ তাদের কর্মী। টুইটে সরাসরি বলা হয়েছে, 'আমরা আমাদের প্রতিটি কর্মীকে ভালোবাসি...সন্দীপ কুমার সহ।'

আরও পড়ুন- যৌন কেলেঙ্কারিতে জড়ালেন আপ সরকারের মন্ত্রী

গতকাল একটি সংবাদপত্রে বলা হয়েছে, পর্নহাব নিজেদের টুইটের সঙ্গে সন্দীপ কুমারের টুইটার অ্যাকাউন্টটিও ট্যাগ করে দিয়েছে। এরপরই এই ঘটনা নিয়ে তুমুল হৈচৈ শুরু হয়ে গিয়েছে। যদিও গতকালের পর আজও সন্দীপ কুমার এই ঘটনাটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই দাবি করেন।

তাঁকে নিয়ে একটি বিতর্কিত সেক্স টেপ বাইরে আসার পরই সন্দীপকে AAP মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়।

.