ভারত বন্‌ধ-এর আগের দিনেও সিটুতে ভাঙন

ভারত বনধ-এর আগে সিটুতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন হাওড়ায় সিটুর জেলা কমিটির নেতা প্রতীক দাশগুপ্ত। প্রতীকবাবু সিটু রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক দাশগুপ্তর ভাইপো। গতকাল হাওড়া স্টেশনে বনধ বিরোধী এক সভায় শাসক দলে যোগ দেন প্রতীক দাশগুপ্ত। উপস্থিত ছিলেন হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ রায়, মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।

Updated By: Sep 1, 2016, 06:26 PM IST
ভারত বন্‌ধ-এর আগের দিনেও সিটুতে ভাঙন

ওয়েব ডেস্ক: ভারত বনধ-এর আগে সিটুতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন হাওড়ায় সিটুর জেলা কমিটির নেতা প্রতীক দাশগুপ্ত। প্রতীকবাবু সিটু রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক দাশগুপ্তর ভাইপো। গতকাল হাওড়া স্টেশনে বনধ বিরোধী এক সভায় শাসক দলে যোগ দেন প্রতীক দাশগুপ্ত। উপস্থিত ছিলেন হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ রায়, মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।

আরও পড়ুন-দিনের সেরা খবর

এদিকে, তৃণমূল কার্যালয়ের সামনে গুলি চলার অভিযোগ উঠল। কোচবিহারের  চৌপাটি এলাকার ঘটনা। তৃণমূল নেতা তথা পুর চেয়ারম্যানের পুত্র শুভজিত্‍ কুণ্ডুর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। জখম রতন চক্রবর্তী নামে এক তৃণমূল সমর্থক MGN হাসপাতালে ভর্তি। অভিযোগ অস্বীকার  করেছেন শুভজিত্‍ কুন্ডুর।

অন্যদিকে, মানুষ না চাইলে কোথাও জোর করে জমি অধিগ্রহণ করা হবে না। কোথাও শিল্প গড়ার কাজ করা হবে না । বর্ধমানে মিষ্টিহাবের জন্য নির্ধারিত জমি নিয়ে আন্দোলনের মাঝে আজ এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

.