পুলওয়ামা জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪, আজ শ্রীনগরে রাজনাথ

ইতিমধ্যেই রাজনাথ কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব রাজীব গৌড়া ও আইবি প্রধান রাজীব জৈনের সঙ্গে

Updated By: Feb 15, 2019, 02:30 PM IST
পুলওয়ামা জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪, আজ শ্রীনগরে রাজনাথ

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামার অবন্তীপোরায় জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪। বৃহস্পতিবারই খবর ছিল কমপক্ষে ১৫ সিআরপিএফ জওয়ানের অবস্থা সংকটজনক। আহত ৪০। ফলে মৃতের সংখ্যা আরও বাড়লেও আশ্চর্য়ের কিছু নেই।

আরও পড়ুন-পুলওয়ামা হামলা: জইশ প্রধান মাসুদকে জঙ্গি ঘোষণায় রাষ্ট্রসঙ্ঘকে চাপ ভারতের   

এদিকে, কাশ্মীরের ওই জঙ্গি হামলা নিয়ে শুক্রবার সকালে বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী পীয়ূষ গোয়েল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ। ৩৫০ কেজি বিস্ফোরক ভর্তি একটি এসইউভি কনভয়ে এসে ধাক্কা মারে। এতেই মুহূর্তের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সিআরপিএফের একটি বাস সহ বেশ কয়েকটি যান।

ঘটনার পরপরই এর দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। তারা একটি ভিডিও প্রকাশও করা হয়েছে। ওই ভিডিওটিতে দেখা গিয়েছে সংগঠনের কমান্ডার আদিল আহমেদ দার। সেখানেই ওই হামলার কথা বলা হয়েছে।

আরও পড়ুন-বিজেপির কর্মীর বাড়িতে ঢুকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে ‘অপহরণ’

এদিকে শুক্রবারই শ্রীনগরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। এক বার্তায় তিনি জানিয়েছেন, জঙ্গি হামলা চালিয়ে যারা উপত্যকার শান্তি নষ্ট করতে চায় তাদের ছেড়ে দেওয়া হবে না। এই হামলায় মদত রয়েছে পাকিস্তানের।

ইতিমধ্যেই রাজনাথ কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব রাজীব গৌড়া ও আইবি প্রধান রাজীব জৈনের সঙ্গে। তাদের প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন।

.