Lockdown-এ কাজ হারিয়েছেন স্বামী, সংসার চালাতে বাসের স্টিয়ারিং হাতে নিলেন ৩ সন্তানের মা
'লকডাউন আমাদের সংসারের শান্তি-ঘুম সব কেড়ে নিয়েছিল। যেদিন প্রথম বাস চালিয়ে ৬০০ টাকা আয় করলাম সেই দিনটা আমার কাছে একেবারে অন্যরকম। '
নিজস্ব প্রতিবেদন: একসময় ট্যাক্সি চালিয়েছেন। তবে এবার করোনা লকডাউন জম্মুর পূজা দেবীকে(৩৩) করে দিয়েছে যাত্রীবাহী বাসের চালক।
জম্মুর কাঠুয়ার বাসিন্দা পূজা ৩ সন্তানের মা। স্বামী কাজ করতেন হায়দরাবাদে এক নির্মাণ সংস্থায়। সেই সংস্থা বন্ধ হয়ে যায় লকডাউনে। ফলে পরিবারের আয়ের রাস্তাও বন্ধ। পরিস্থিতি সামাল দিতে জম্মু-কাঠুয়া রুটে যাত্রীবাহী বাসের স্টিয়ারিং ধরেছেন পূজা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িতে পড়তেই তা ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-একুশে ভোটের আগে বড় চমক, কলকাতায় BJP-র পর্যবেক্ষক Sovan Chatterjee
Proud to have from district #Kathua, #JammuAndKashmir, the first women bus driver Pooja Devi. pic.twitter.com/7wTMa272kC
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) December 25, 2020
সংবাদমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে পূজা বলেন,'লকডাউন আমাদের সংসারের শান্তি-ঘুম সব কেড়ে নিয়েছিল। যেদিন প্রথম বাস চালিয়ে ৬০০ টাকা আয় করলাম সেই দিনটা আমার কাছে একেবারে অন্যরকম। লকডাউনকে চ্যলেঞ্জ হিসেবে নিয়েছিলাম। যদি ডাক্তার-নার্সরা এইসময়ে কাজ করতে পারেন তাহলে আমি কেন পারব না। আমার ছোট ছেলেকে ঘরে রেখে আসতে পারি না। তাই ওকে পাশের সিটে বসিয়ে রেখেই বাস চালাই। অতিমারীর এই সময়ে এরকম একটা কাজ পাওয়াই মুসকিল ছিল। কিন্তু একজন বাসচালক পালিয়ে যাওয়ায় বাসের চাবি হাতে পেয়ে যাই।'
আরও পড়ুন-কোনও জল্পনা করবেন না, রাজ্যপালের সঙ্গে ঘণ্টা দু'য়েকের সাক্ষাতের পর Sourav
পূজা দেবীর ছবি শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং। কাঠুয়ার বাসিন্দা হয়েও এখনও পর্যন্ত কাশ্মীর যাওয়া হয়ে ওঠেনি পূজার। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'সরকার যদি আমার এই প্রচেষ্টাকে সমর্থন করে তাহলে অনুরোধ, আমাকে যেন তারা একবার কাশ্মীর যাওয়ার সুযোগ করে দেন। আমি এতদিনেও পাটনি টপের ওদিকে যাইনি। আসলে সব সময় শুনেছি কাশ্মীর এই পৃথিবীতে একটা স্বর্গ। কিন্তু বছরে আমরা কখনওই ১৫,০০০ টাকার বেশি জমাতে পারিনি। কীভাবে কাশ্মীর যাব!'