গরহাজির থেকেও প্রধানমন্ত্রিত্বের দৌড়ে মোদী, বিজেপি ফিরছে হিন্দুত্বের পথে?

বিজেপিতে প্রধানমন্ত্রী পদের দৌড়ে যে নরেন্দ্র মোদীও রয়েছেন, এই প্রথম তা স্বীকার করে নিল দলের শীর্ষ নেতৃত্ব। আজ দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের পর  রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে বিজেপির অন্যতম দাবিদার গুজরাতের মুখ্যমন্ত্রী। বৈঠকে দলীয় সভাপতি নীতীন গড়করির ভাষণে একবারের জন্যও আসেনি সংখ্যালঘু প্রসঙ্গ। ফলে প্রশ্ন উঠছে,  তবে কি আরও একবার কট্টর হিন্দুত্বের তাস খেলতে চাইছে বিজেপি।

Updated By: Sep 30, 2011, 11:27 AM IST

বিজেপিতে প্রধানমন্ত্রী পদের দৌড়ে যে নরেন্দ্র মোদীও রয়েছেন,
এই প্রথম তা স্বীকার করে নিল দলের শীর্ষ নেতৃত্ব।
আজ দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের পর 
রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে
প্রধানমন্ত্রী পদে বিজেপির অন্যতম দাবিদার গুজরাতের মুখ্যমন্ত্রী।
বৈঠকে দলীয় সভাপতি নীতীন গড়করির ভাষণে
একবারের জন্যও আসেনি সংখ্যালঘু প্রসঙ্গ। ফলে প্রশ্ন উঠছে, 
তবে কি আরও একবার কট্টর হিন্দুত্বের তাস খেলতে চাইছে বিজেপি।

আগামী লোকসভা নির্বাচনে দল জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? এই প্রশ্নে প্রকট হচ্ছে
বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব। দুর্নীতির বিরুদ্ধে রথযাত্রার ঘোষণা করে
লালকৃষ্ণ আডবাণী ইঙ্গিত দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর দৌড়ে থাকার আগ্রহ এখনও তাঁর যায়নি।
আবার অনশন কর্মসূচি নিয়ে নিজেকে জাতীয় নেতা হিসাবে
তুলে ধরতে চেয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও।
এই পরিস্থিতিতে শুক্রবার বিজেপির জাতীয় কর্মসমিতির
বৈঠকের পর দলের মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন,
লোকসভা ভোটে বিজেপি জিতলে প্রধানমন্ত্রী পদে অন্যতম দাবিদার থাকবেন
নরেন্দ্র মোদী। দিল্লিতে বৈঠকে না এসে দলের ভেতর জল্পনা উস্কে দিয়ে
তাই প্রবলভাবেই আলোচনার কেন্দ্রে রইলেন গুজরাতের মুখ্যমন্ত্রী।
মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরার অর্থ কট্টর হিন্দুত্বের পথেই ফেরা।
তবে কী আবার সেই পথই আঁকড়ে ধরতে চাইছেন গড়করিরা। সেই জল্পনা উষ্কে
দিয়েছেন গড়করি নিজেই। জাতীয় কর্মসমিতির বৈঠকে তাঁর ভাষণে একবারও শোনা
যায়নি সংখ্যালঘু প্রসঙ্গ। আবার বিজেপিও জানিয়ে দিয়েছে, উত্তরপ্রদেশের
আগামী বিধানসভা নির্বাচনে একাই লড়বে তারা। সংখ্যালঘু প্রসঙ্গ এড়িয়ে যাওয়া বা
উত্তরপ্রদেশে একা লড়ার কথা বলে বিজেপি আসলে হিন্দুত্বের পথেই ফেরার ইঙ্গিত
দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। তবে শুধু মোদীকে প্রধানমন্ত্রী
পদের দাবিদার হিসেবে তুলে ধরাই নয়, বিজেপি আবার আডবাণীর রথযাত্রা থেকেও
লাভের কড়ি কুড়িয়ে নিতে মরিয়া। তাই দলের সব নেতাকেই সভাপতি নীতীন
গড়করি আডবাণীর রথযাত্রা সফল করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন.
বিজেপির রাজনীতির অন্দরে তাই এখন জোর জল্পনা, আডবাণীর রথযাত্রায় সাড়া মিললে,
তিনিও হয়ে উঠতে পারেন প্রধানমন্ত্রী পদের দাবিদার। তখন কী গুজরাতের দুই
ভূমিপুত্রের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব আরও বাড়বে না। সেই সম্ভবনা ভবিষ্যতের গর্ভে।
আপাতত মোদী এবং আডবাণী, এই দুজনের হাত ধরেই কট্টর হিন্দুত্ববাদী পথে 
ফেরার কথা ভাবছে বিজেপি।

.