পিএনবি কাণ্ডে মেহুল চোকসি ও অন্যান্যদের ২১৮ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
শোনা যাচ্ছে মেহুল চোকসি অ্যান্টিগার চলে গিয়েছেন। পাশাপাশি নীরব মোদী রয়েছেন ব্রিটেনে
নিজস্ব প্রতিবেদন: ১৩,০০০ কোটি টাকার পাঞ্জাব ব্যাঙ্ক কেলেঙ্কারি তদন্তের ফাঁস আরও শক্ত হল। জালিয়াতির পান্ডা নীরব মোদীর মামা মেহুল চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স ডিপার্টমেন্ট।
আরও পড়ুন-মহাষ্টমীতে বেলুড় মঠ ও বাগবাজারে মাতৃরূপে কুমারী বন্দনা, দেখুন
সংবাদমাধ্যম সূত্রে খবর, ফেরার মেহুল চোকসি ও নীরব মোদীর ঘনিষ্ঠ মিহির বনসালি ও এপি জেমস অ্যান্ড জুয়েলারি মিলিয়ে মোট ২১৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডে প্রধান অভিযুক্ত নীরব মোদী ও তার মামা মেহুল চোকসি এখন পলাতক। তাদের দেশে ফেরাতে একাধিক তদন্ত সংস্থা চেষ্টা করে চলেছে। তবুও তারা অধরা। শোনা যাচ্ছে মেহুল চোকসি অ্যান্টিগার চলে গিয়েছেন। পাশাপাশি নীরব মোদী রয়েছেন ব্রিটেনে।
আরও পড়ুন-বীর সন্তান লাভের জন্য বীরাষ্টমী ব্রত পালন করেন মহিলারা!
বিদেশে থেকেও দমার পাত্র নন মেহুল চোকসি। গত মাসেই তিনি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। কোনও উপযুক্ত প্রামণ ছাড়াই ইডি আমার সম্পত্তি এটাচ করেছে।