ভাইব্রান্ট গুজরাটে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব মুকেশ আম্বানির
Updated By: Jan 11, 2015, 08:39 PM IST
ওয়েব ডেস্ক: আজ গান্ধীনগরে শিল্পসম্মেলন ভাইব্রান্ট গুজরাটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট সরকার আয়োজিত শিল্প সম্মেলনে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। তিন দিনের সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান কি মুন এবং মার্কিন বিদেশ সচিব জন কেরি।
এদিন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মার্কিন বিদেশসচিব। সম্মেলনের প্রথম দিনেই গুজরাটে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেন মুকেশ আম্বানি। এবারের এই সম্মেলনে অংশ নিচ্ছে মোট আটটি দেশ। গুজরাটে দশ মেগাওয়াট সৌর বিদ্যুত্প্রকল্পের উদ্বোধন করার কথা রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের। গুজরাট সরকার সূত্রের খবর, শিল্প সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সবরমতী আশ্রমেও যেতে পারেন তিনি।