ভাইব্রেন্ট গুজরাটের মঞ্চে দাঁড়িয়ে বাংলায় শিল্পায়নের কর্মসূচিকে ইতিবাচক বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Updated By: Jan 11, 2015, 03:51 PM IST
ভাইব্রেন্ট গুজরাটের মঞ্চে দাঁড়িয়ে বাংলায় শিল্পায়নের কর্মসূচিকে ইতিবাচক বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ছবি-এএনআই

 

ওয়েব ডেস্ক: ভাইব্রান্ট গুজরাটের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শিল্পোদ্যোগকে স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  নরেন্দ্র মোদীর কথায়, বাংলায় শিল্পায়নের কর্মসূচি ইতিবাচক। পাশে থাকবে কেন্দ্র।

গত ৭ ও ৮ জানুয়ারি কলকাতায় আয়োজিত হয় বিশ্ববঙ্গ সম্মেলন। শিল্পপতিদের সেই চাঁদের হাটে আগামীদিনের বাংলার ছবি তুলে ধরে বিনিয়োগের  আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সম্মেলন থেকেই ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই সম্মেলনের মঞ্চ থেকেই সহযোগিতার বার্তা দেন দুই কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও নীতিন গড়করি। রাজনীতির বিবাদ দূরে ঠেলে উন্নয়নে কেন্দ্র -রাজ্য সমন্বয়ে জোর দেন মুখ্যমন্ত্রীও।

তার ঠিক চারদিনের মাথায় এবার বাংলার শিল্পায়নে সহযোগিতার বার্তা দিলেন প্রধানমন্ত্রীও। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন নিয়ে বাম, বিজেপি থেকে কংগ্রেস, কারও কটাক্ষ থেকেই রেহাই পাননি মমতা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর স্বীকৃতিবার্তা এবং সাহায্যের আশ্বাস নিঃসন্দেহে অক্সিজেন জোগাবে তাঁকে।

.