ফের ইউপিএ-র `স্বপ্নভঙ্গ` করে আধার সহ চার মন্ত্রীপরিষদ ভাঙলেন নরেন্দ্র মোদী
উল্লেখযোগ্য পরিবর্তন মোদীর প্রশাসনে। `ছোটো সরকার` গড়ার লক্ষ্যে ক্ষমতার অনেকখানি রাশ নিজের হাতে রেখেছিলেন প্রধানমন্ত্রী। এবার ইউপিএ টু র তৈরি চারটি মন্ত্রীপরিষদ ভেঙে দেন। এরমধ্যে রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি (UIDAI)অর্থাত কংগ্রেসের তৈরি আধার প্রকল্প কমিটি। তাঁর স্পষ্ট বক্তব্য কাজের দ্রুততা বাড়াতে প্রশাসনিক পরিকাঠামো ছোটো করা প্রয়োজন। বাকি কমিটিগুলির মধ্যে রয়েছে দ্রব্যমূল্য, প্রাকৃতিক বিপর্যয় এবং বিশ্ব বাণিজ্য সংক্রান্ত।
উল্লেখযোগ্য পরিবর্তন মোদীর প্রশাসনে। `ছোটো সরকার` গড়ার লক্ষ্যে ক্ষমতার অনেকখানি রাশ নিজের হাতে রেখেছিলেন প্রধানমন্ত্রী। এবার ইউপিএ টু র তৈরি চারটি মন্ত্রীপরিষদ ভেঙে দেন। এরমধ্যে রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি (UIDAI)অর্থাত কংগ্রেসের তৈরি আধার প্রকল্প কমিটি। তাঁর স্পষ্ট বক্তব্য কাজের দ্রুততা বাড়াতে প্রশাসনিক পরিকাঠামো ছোটো করা প্রয়োজন। বাকি কমিটিগুলির মধ্যে রয়েছে দ্রব্যমূল্য, প্রাকৃতিক বিপর্যয় এবং বিশ্ব বাণিজ্য সংক্রান্ত।
সরকারি সূত্রে জানানো হয়েছে, আধার কার্ড, দ্রব্যমূল্য সংক্রান্ত বিষয় দেখাশুনা করবে অর্থনৈতিক বিষয় কমিটি। যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এ বিষয়ে সরাসরি তদারকি করবে মন্ত্রিপরিষদ সচিব। আর বিশ্ব বাণিজ্য সংক্রান্ত বিষয়টি থাকবে সাধারণভাবে অর্থনৈতিক মন্ত্রীপরিষদের হাতে। প্রয়োজন হলে পুরো মন্ত্রীপরিষদও দেখাশুনা করতে পারে।
একেরপর এক প্রাক্তন ইউপিএ সরকারের তৈরি মন্ত্রীপরিষদ ভেঙ্গে নরেন্দ্র মোদী হয়ত বোঝাতে চাইছেন, যেসব প্রকল্পে জনগণের আস্থা নেই সেখানে অতিরিক্ত সময়, অর্থ ব্যয় না করে নতুন পরিকাঠামো তৈরি করা দরকার। তাই জনগণের মন জয় করতে মনমোহনের ব্যর্থ সিদ্ধান্তকে যত তাড়াতাড়ি সম্ভব ঝেড়ে ফেলতে চাইছেন।