কোভিড টেস্টের উপরে জোর দেওয়ার বার্তা, দেশে টিকাকরণের গতি নিয়ে খুশি নমো
কেন্দ্রের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, দেশের অর্ধেক মানুষকে এখনও ভ্যাকসিন দেওয়া যায়নি
নিজস্ব প্রতিবেদন: দেশ বহু মানুষ এখনও আবেদন করেও করোনা ভ্যাকসিন পাননি। তবে যে গতিতে দেশে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে তাতে খুশি প্রধানমন্ত্রী মোদী।
শনিবার টিকাকরণ নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী(Narendra Modi)। সেখানে ছিলেন তাঁর দফতরের আধিকারিকরা। সেখানেই তিনি ভ্যাকসিন দেওয়ার গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, ওই গতি বজায় রাখতে হবে বলে জানান তিনি।
আরও পড়ুন-সরকারি অনুমতি ছাড়া ভ্যাকসিন ক্যাম্প নয়, তৈরি হল SOP
দেশে মাথা তুলছে ডেল্টা প্রজাতির সংক্রমণ। পাশাপাশি রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও। এর মধ্য়েই প্রধানমন্ত্রী জানিয়ে দেন, আগামী দিনে ভ্যাকসিন সরবারহে কোনও ঘাটতি হবে না। তবে করোনা পরীক্ষার গতি যাতে কমে না যায় তার উপরে জোর দেন তিনি। কারণ ,কোনও অঞ্চলে সংক্রমণ কতটা ছড়িয়েছে তা জানা যায় এই টেস্টের ফলাফলে পরিসংখ্য়ান থেকেই।
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা তাঁকে জানান, দেশের ১২৮ জেলায় ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৫০ শতাংশই ভ্যাকসিন(Covid Vaccine) পেয়ে গিয়েছেন। কোনও কোনও জেলায় ভ্যাকসিন নেওয়ার হার পৌঁছে গিয়েছে ৯০ শতাংশে।
আরও পড়ুন-Dragon Man: প্রায় দেড় লক্ষ বছরের পুরনো করোটি খুলে দিচ্ছে Homo sapiens নিয়ে গবেষণার নতুন দরজা
এদিকে কেন্দ্রের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, দেশের অর্ধেক মানুষকে এখনও ভ্যাকসিন দেওয়া যায়নি। দেশের প্রাপ্তবয়স্ক ৯৫ কোটি মানুষের মধ্যে ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৫.৬ শতাংশ মানুষ। শনিবার পর্যন্ত গোটা দেশে ৩১ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)