মনমোহনের মানে আঘাত! হারলেও হুঙ্কার কংগ্রেসের
রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস প্রথম থেকেই 'ডঃ মনমোহন সিংয়ের বিরুদ্ধে মোদীর করা মিথ্যা অভিযোগ' নিয়ে লোকসভা এবং রাজ্যসভা, উভয় কক্ষেই সরব হবে।
নিজস্ব প্রতিবেদন: গুজরাট এবং হিমাচল, দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে ফল যাই হোক না কেন, সংসদের দুই কক্ষেই মোদী বিরোধী আন্দোলনে একসুরে গলা চড়াতে চলেছে বিরোধীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শীতকালীন অধিবেশনে সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই সরব হতে চলেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে করা নরেন্দ্র মোদীর পাক-যোগের অভিযোগকে কেন্দ্র করেই আজ ময়দানে নামবে বিরোধী দলগুলি। সূত্রের খবর অনুযায়ী রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস প্রথম থেকেই 'ডঃ মনমোহন সিংয়ের বিরুদ্ধে মোদীর করা মিথ্যা অভিযোগ' নিয়ে লোকসভা এবং রাজ্যসভা, উভয় কক্ষেই সরব হবে।
#WATCH: Prime Minister Narendra Modi flashes victory sign as he arrives at the Parliament. #ElectionResults pic.twitter.com/Q4PRNjMpoK
— ANI (@ANI) December 18, 2017
"Will form Government in both Himachal and Gujarat with clear majority" says Home Minister Rajnath Singh #HimachalPradeshElections2017 #GujaratVerdict pic.twitter.com/TZymBvklV7
— ANI (@ANI) December 18, 2017
উল্লেখ্য, গুজরাট নির্বাচনের শেষ দফার আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ কংগ্রেস নেতৃত্বকে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে সরাসরি নিশানা করেন নরেন্দ্র মোদী। এরপরই কম কথার মানুষ মনমোহনকে বেনজির প্রতিক্রিয়া দিতে দেখা যায়। মনমোহন স্পষ্ট জানিয়ে দেন, প্রধানমন্ত্রীর পদে থেকে মোদী এমন কথা বলায় তাঁর ক্ষমা চাওয়া উচিত দেশবাসীর কাছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মোদীর এমন আক্রমণের পর সরব হয়েছিল কংগ্রেসও।
আরও পড়ুন- LIVE UPDATE: গুজরাটে মোদীকে ওয়ার্নিং! জিতছে বিজেপি
এদিকে, আজ হিমাচলপ্রদেশ এবং গুজরাটের প্রাথমিক ভোট গণনার পর জোড়া জয়ের পথে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেসের থেকে মসনদ ছিনিয়ে নিয়ে সিমলায় উড়তে চলেছে গেরুয়া ধ্বজা। অন্যদিকে গুজরাট ফের আস্থা রেখেছে মোদীতেই। এমন অবস্থায় দুর্বল থেকে আরও দুর্বল হয়ে পরা কংগ্রেস সংসদ উত্তাল করতে হাতিয়ার করতে চলেছে নরেন্দ্র মোদীর বক্তব্যকেই।
আরও পড়ুন- LIVE UPDATE: হিমাচলে অস্তাচলে কংগ্রেস
In their meeting, opposition leaders have decided to raise, in both houses, the issue of PM Modi's allegations against former PM Manmohan Singh of conspiring with Pakistan for #GujaratElection
— ANI (@ANI) December 18, 2017