বাজেট 'উত্তম', বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাজেটের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী। তাঁর মতে, উন্নয়ন থেকে কর্মসংস্থান, বিনিয়োগ, পরিকাঠামো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নজর দিয়েছেন অর্থমন্ত্রী। মোদীর মতে, দেশের গরিব এবং মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখেই এই বাজেট।

Updated By: Feb 1, 2017, 08:03 PM IST
বাজেট 'উত্তম', বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক : বাজেটের ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী। তাঁর মতে, উন্নয়ন থেকে কর্মসংস্থান, বিনিয়োগ, পরিকাঠামো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নজর দিয়েছেন অর্থমন্ত্রী। মোদীর মতে, দেশের গরিব এবং মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখেই এই বাজেট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, খুব ভালো বাজেট। বাজেটে ডিজিটাল অর্থনীতিতে গুরুত্ব দিয়ে, কর ফাঁকির প্রবণতা বন্ধে ব্যবস্থা নিয়েছেন অর্থমন্ত্রী। এর ফলে অর্থনীতিতে কালো টাকার ওপরও রাশ টানা যাবে। আয়করের ঊর্ধসীমায় ছাড় দিয়ে দেশের মধ্যবিত্ত মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছেন অরুণ জেটলি। অর্থমন্ত্রীর এই সিদ্ধান্ত অত্যন্ত সাহসী পদক্ষেপ। রাজনৈতিক দলগুলিকে নগদে অনুদানের পরিমাণ বাজেটে বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন, বাজেট তুলোধনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

Live Update : সংসদে পেশ করা হচ্ছে বাজেট-২০১৭

বাজেট ২০১৭ : স্বাধীন ভারতে প্রথম সংযুক্ত রেল বাজেট একনজরে

 

.