অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্তে IED বিস্ফোরণ, মৃত ৫ পুলিসকর্মী

মাওবাদী হামলায় মৃত্যু হল ৫ জন পুলিশকর্মীর। আহত আরও ২০। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তের কোরাপুট জেলার সুনকিতে।

Updated By: Feb 1, 2017, 07:59 PM IST
অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্তে IED বিস্ফোরণ, মৃত ৫ পুলিসকর্মী

ওয়েব ডেস্ক : মাওবাদী হামলায় মৃত্যু হল ৫ জন পুলিশকর্মীর। আহত আরও ২০। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তের কোরাপুট জেলার সুনকিতে।

জানা গেছে, আজ সন্ধ্যা নাগাদ পুলিসকর্মীদের নিয়ে একটি বাস সেখান দিয়ে যাচ্ছিল। সেই সময় রাস্তায় পোতা একটি মাইন বিস্ফোরণ হয়। কার্যত উড়ে যায় মিনি বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুলিসকর্মীর। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখানে ৭ ফুটের একটি গর্ত তৈরি হয়েছে।  

মাওবাদী অধ্যুষিত ওই এলাকাতে এর আগেও একাধিক হামলা হয়েছে। প্রাণ হারিয়েছেন আধা সামরিকবাহিনীর জওয়ান থেকে পুলিসকর্মীরা।   

 

.