জাতীয় স্বর্ণ মূদ্রার উদ্বোধন করে তিনটি স্বর্ণ প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

তিনটি স্বর্ণ প্রকল্পের পাশাপাশি আজ জাতীয় স্বর্ণ মূদ্রার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশের মাটিতে নির্মিত স্বর্ণ মুদ্রায় অশোক চক্রের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। প্রাথমিকভাবে বাজারে পাঁচ গ্রাম ওজনের ১৫ হাজার মুদ্রা পাওয়া যাবে। দশ গ্রাম ওজনের মুদ্রা ছাড়া হয়েছে ২০ হাজার।

Updated By: Nov 5, 2015, 03:29 PM IST
জাতীয় স্বর্ণ মূদ্রার উদ্বোধন করে তিনটি স্বর্ণ প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: তিনটি স্বর্ণ প্রকল্পের পাশাপাশি আজ জাতীয় স্বর্ণ মূদ্রার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশের মাটিতে নির্মিত স্বর্ণ মুদ্রায় অশোক চক্রের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। প্রাথমিকভাবে বাজারে পাঁচ গ্রাম ওজনের ১৫ হাজার মুদ্রা পাওয়া যাবে। দশ গ্রাম ওজনের মুদ্রা ছাড়া হয়েছে ২০ হাজার।

এছাড়া কুড়ি গ্রাম ওজনের মুদ্রাও পাওয়া যাবে। আজ যে তিনটি স্বর্ণ প্রকল্পের ঘোষণা হল, সেগুলি হল 'গোল্ড মনিটাইজেশন প্রকল্প', 'গোল্ড সোভারেন বন্ড' এবং 'গোল্ড কয়েন বুলিয়ান প্রকল্প'। মনে করা হচ্ছে মানুষের কাছে গচ্ছিত সোনা সরকারের কাছে জমা রাখার আগ্রহ বাড়াতেই দিওয়ালীর আগে এই প্রকল্পের ঘোষণা। এরফলে বিদেশ থেকে সোনা আমদানির প্রবণতাও কমবে বলে অনুমান।

.