একুশে বাংলা বিজয়ের লক্ষ্যে রাজ্যের বিজেপি সাংসদদের ক্লাস নিচ্ছেন মোদী
বাংলা জয়ে পথের কাঁটা কী? সেসব কাঁটা সরিয়ে ফেলতে কী কী দরকার?
নিজস্ব প্রতিবেদন : বাংলার সাংসদদের সঙ্গে ক্লাস মোদীর। পর পর একান্ত বৈঠক। দু’দিনে বৈঠক হয়ে গিয়েছে পাঁচ জনের সঙ্গে। আগামী দিনে বাকিদের সঙ্গেও একান্ত বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে নমোর।
বিজেপি সূত্রে খবর, বাংলা জয়ে পথের কাঁটা কী? সেসব কাঁটা সরিয়ে ফেলতে কী কী দরকার? সাংসদদের কাছ থেকে তাই নিয়েই মতামত নিচ্ছেন মোদী। শুধু প্রশাসনিক বা সাংগঠনিক বিষয় নয়, সূত্রের খবর, কথা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়েও। সংসদ চলাকালীন বুধবার প্রথম মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন মোদী।
আরও পড়ুন, বাংলায় থেকে একুশের রণনীতি সাজাবেন শাহ, খুলছে স্বরাষ্ট্রমন্ত্রকের অফিস
আরও পড়ুন, তিন বছরে খরচের হিসাব দিয়ে রাজ্য নেতাদের অমিতের প্রশ্ন,'রিটার্ন ক্যা হ্যায় ভাই?'
আরও পড়ুন, শহিদ মিনারের সভায় দেড় লক্ষ লোক! হাইটেক মেশিনারি দিয়ে বঙ্গ বিজেপির ভুল ধরিয়ে দিলেন শাহ
একই দিনে কথা বলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে। গতকাল বাংলার আরও তিন সাংসদ, হুগলির লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ এবং কোচবিহারের নিশীথ প্রামাণিকের সঙ্গে আলোচনায় বসেন মোদী।