সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে, নিহত শিশুসহ ১২
পুলিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে
নিজস্ব প্রতিবেদন: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা বেঙ্গালুরু-মেঙ্গালুরু জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে এক শিশুও।
Karnataka: At least 12 people lost their lives after two cars collided in Tumkur at around 3 am today. pic.twitter.com/GWe5mz08rm
— ANI (@ANI) March 6, 2020
রিপোর্টে প্রকাশ, ৬ মার্চ ধর্মশালা থেকে আসার সময় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বেঙ্গালুরু থেকে আসা আর একটি গাড়ির। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ১২ জনের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কর্ণাটকের টুমকুর জেলার কাছে ওই দুর্ঘটনার খবর ছড়ানোর পরপরই জোর শোরগোল শুরু হয়ে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিস।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, শুক্রবার ভোর তিনটে নাগাদ কর্ণাটকের টুমকুরে ওই দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।