গুগল সার্চে 'বোকা' মোদী

ফের বিপত্তি গুগল সার্চে। বিশ্বের বৃহত্তম এই সার্চ ইঞ্জিনে 'বোকা'দের দলে পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গুগলে সার্চ করলে 'নির্বোধ' প্রধানমন্ত্রী হিসেবে যাঁদের নাম পাওয়া যাচ্ছে, সেই তালিকায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর নামও। আর এতেই ক্ষেপে লাল গেরুয়া শিবির!

Updated By: May 17, 2016, 09:32 AM IST
গুগল সার্চে 'বোকা' মোদী

ওয়েব ডেস্ক : ফের বিপত্তি গুগল সার্চে। বিশ্বের বৃহত্তম এই সার্চ ইঞ্জিনে 'বোকা'দের দলে পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গুগলে সার্চ করলে 'নির্বোধ' প্রধানমন্ত্রী হিসেবে যাঁদের নাম পাওয়া যাচ্ছে, সেই তালিকায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর নামও। আর এতেই ক্ষেপে লাল গেরুয়া শিবির!

'নির্বোধ'দের ওই তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটও। এর আগে, গুগল সার্চে 'মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল'-এর তালিকায় দাউদ ইব্রাহিমের পাশাপাশি নাম আসে মোদীরও। সেবার কেন্দ্রের তরফে বিষয়টি গুগলকে জানানো হলে ক্ষমা চায় গুগল। এবারও এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে গুগলের কাছে।

.