জওয়ানদের জন্য দীপাবলির উপহার, মোদী সেনাদের জন্য ঘোষণা করলেন ৫,৫৫০ কোটি টাকার বরাদ্দ

'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন'। এক পদাধিকারী সেনাকর্মীদের পেনশন এক করতে হবে, এই দাবি প্রায় দীর্ঘ ৪০ বছর ধরে চলছে। সরকার এসেছে সরকার চলেও গিয়েছে।  'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন' নিয়ে ভারতের পূর্বতন কংগ্রেস এবং বিজেপি সরকার কোনও অবস্থান নিতে পারেনি। 'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন' স্কিমে ভারত সরকারের এতদিনের বরাদ্দ ছিল মাত্র ৫০০ কোটি। কথা রাখলেন নরেন্দ্র মোদী। 

Updated By: Oct 31, 2016, 09:08 PM IST
জওয়ানদের জন্য দীপাবলির উপহার, মোদী সেনাদের জন্য ঘোষণা করলেন ৫,৫৫০ কোটি টাকার বরাদ্দ

ওয়েব ডেস্ক: 'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন'। এক পদাধিকারী সেনাকর্মীদের পেনশন এক করতে হবে, এই দাবি প্রায় দীর্ঘ ৪০ বছর ধরে চলছে। সরকার এসেছে সরকার চলেও গিয়েছে।  'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন' নিয়ে ভারতের পূর্বতন কংগ্রেস এবং বিজেপি সরকার কোনও অবস্থান নিতে পারেনি। 'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন' স্কিমে ভারত সরকারের এতদিনের বরাদ্দ ছিল মাত্র ৫০০ কোটি। কথা রাখলেন নরেন্দ্র মোদী। 

 

 

'ওয়ান র‍্যাঙ্ক,ওয়ান পেনশন' স্কিমে এবার শিলমোহর পড়তে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা থেকে অন্তত ইঙ্গিত সেটাই, "আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূর্ণ করলাম"। 
দীপাবলিতে 'ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন' স্কিমে ৫ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন তিনি। 

.