কোভিড-সাফল্য তুলে ধরে PM Modi-র বার্তা, আত্মনির্ভরতার লক্ষ্যের পথে ভারত
করোনাকালে সরকারের ভূমিকার কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বলেন,''গোটা বিশ্বে দ্বিতীয় পিপিই বৃহত্তম উত্পাদনকারী দেশ ভারত।"
নিজস্ব প্রতিবেদন: অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশের ভূমিকা। এবং আত্মনির্ভরতার লক্ষ্যে পদক্ষেপ। ইন্দো-মার্কিন ফোরামে (India-US strategic partnership forum) এভাবেই ভারতকে তুলে ধরলেন নরেন্দ্র মোদী। কোভিড ভ্যাকসিন তৈরিতে ভারত যে একেবারে সামনের সারিতে, তাও মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)বলেন,''২০২০ সালের শুরুতে কি কেউ ভেবেছিল করোনা এভাবে ছড়িয়ে পড়বে? অতিমারীতে বিপদে পড়েছেন সকলেই। এটা আমাদের প্রতিরোধক্ষমতা, স্বাস্থ্য ব্যবস্থা ও আর্থিক ব্যবস্থার পরীক্ষা নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নতুন করে ভাবতে হচ্ছে, যার লক্ষ্য মানব উন্নয়ন।'' শুধু করোনাভাইরাস নয়, বরং একের পর এক ঝামেলার মধ্যে পড়তে হয়েছে দেশকে, তাও এসেছে মোদীর ভাষণে। তাঁর কথায়, ''কোভিড ছাড়াও বন্যা, দুটি ঘূর্ণিঝড় ও পঙ্গপালের হামলার মুখে পড়তে হয়েছে দেশকে। এতে দেশবাসী আরও শক্তিশালী হয়ে উঠেছে।''
করোনাকালে সরকারের ভূমিকার কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বলেন,''গোটা বিশ্বে দ্বিতীয় পিপিই বৃহত্তম উত্পাদনকারী দেশ ভারত। জানুয়ারিতে একটা ল্যাবে করোনা পরীক্ষা হত। এখন সেখানে ১৬০০ ল্যাব তৈরি হয়েছে। ১৩০ কোটির জনসংখ্যার দেশে, সীমিত ক্ষমতাতেও মৃতের হার কম, সুস্থতার হার ঊর্ধ্বমুখী।''
আরও পড়ুন- করোনা তখন ছিল না! ২০১৯ সালেই আত্মহত্যা করেছেন ৪২,৪৮০ জন কৃষক, দিনমজুর