ঘন কুয়াশার জেরে দিল্লিতে বিপর্যস্ত বিমান পরিষেবা
ঘন কুয়াশায় দিল্লিতে বিপর্যস্ত বিমান পরিষেবা। গতরাত থেকেই শুরু হয়েছে সমস্যা। প্রায় ২০০ টিরও বেশি উড়ান পরিষেবায় এর প্রভাব পড়েছে। দৃশ্যমানতা খুবই কম থাকায় উড়ছে না বিমান। সকাল ১০ টার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা কর্তৃপক্ষের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা। এরই মাঝে যাত্রীদের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ উঠেছে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে। গতকাল রাত ৮.২০র কলকাতাগামী ফ্লাইট, এদিন সকাল ৮ টা পর্যন্তও ছাড়া যায়নি। অথচ অভিযোগ, এত দীর্ঘ সময় যাত্রীদের ফ্লাইটেই বসে থাকতে বাধ্য করা হয়। রাতভর দুর্ভোগে নাজেহাল যাত্রীরা। বাদ যায়নি শিশু এবং বয়স্করাও। নাকাল হতে হয় প্রত্যেককে। কোনও হোটেলের বন্দোবস্ত করা হয়নি। কুয়াশার কারণে বেশ কয়েকটি উড়ান নামার ক্ষেত্রেও সমস্যা হয়। বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়।
ওয়েব ডেস্ক: ঘন কুয়াশায় দিল্লিতে বিপর্যস্ত বিমান পরিষেবা। গতরাত থেকেই শুরু হয়েছে সমস্যা। প্রায় ২০০ টিরও বেশি উড়ান পরিষেবায় এর প্রভাব পড়েছে। দৃশ্যমানতা খুবই কম থাকায় উড়ছে না বিমান। সকাল ১০ টার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা কর্তৃপক্ষের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা। এরই মাঝে যাত্রীদের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ উঠেছে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে। গতকাল রাত ৮.২০র কলকাতাগামী ফ্লাইট, এদিন সকাল ৮ টা পর্যন্তও ছাড়া যায়নি। অথচ অভিযোগ, এত দীর্ঘ সময় যাত্রীদের ফ্লাইটেই বসে থাকতে বাধ্য করা হয়। রাতভর দুর্ভোগে নাজেহাল যাত্রীরা। বাদ যায়নি শিশু এবং বয়স্করাও। নাকাল হতে হয় প্রত্যেককে। কোনও হোটেলের বন্দোবস্ত করা হয়নি। কুয়াশার কারণে বেশ কয়েকটি উড়ান নামার ক্ষেত্রেও সমস্যা হয়। বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়।