করাচি থেকে ভারতের আকাশপথে ঢুকল বিমান, জয়পুরে অবতরণে বাধ্য করাল বায়ুসেনা
চালক ও বিমান কর্মীদের জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর।
Updated By: May 10, 2019, 07:00 PM IST
নিজস্ব প্রতিবেদন: দেশের আকাশসীমা লঙ্ঘন করায় জর্জিয়ার পণ্যবাহী বিমানকে জয়পুর বিমানবন্দরে অবতরণে বাধ্য করাল ভারতের যুদ্ধবিমান। ওই বিমানটি পাকিস্তানের করাচি থেকে আসছিল। নির্ধারিত আকাশপথ লঙ্ঘন করে জর্জিয়ার পণ্যবাহী বিমান এএন-১২ ঢুকে পড়ে উত্তর গুজরাটে।
সূত্রের খবর, ওই বিমানের গতিবিধি লক্ষ্য করে তত্ক্ষণাত্ যুদ্ধবিমান পাঠায় বায়ুসেনা। জয়পুর বিমানবন্দরে সেটিকে অবতরণে বাধ্য করা হয়। চালক ও বিমান কর্মীদের জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর।
#WATCH: Indian Air Force fighter jets force an Antonov AN-12 heavy cargo plane coming from Pakistani Air space to land at Jaipur airport. Questioning of pilots on. pic.twitter.com/esuGbtu9Tl
— ANI (@ANI) May 10, 2019