ফেব্রুয়ারিতে বাড়তি দায়িত্ব পেতে পারেন শক্তি ও কয়লামন্ত্রী পীযূষ গোয়েল
ওয়েব ডেস্ক: আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। অগ্নিপরীক্ষা মোদীর। বড় জয় ধরে রাখতে মরিয়া তিনি। আরও বেশ কয়েকটি রাজ্যেও কড়া নাড়ছে ভোট। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে চাইছেন মোদী। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রদবদলের সম্ভাবনা। সূত্রের খবর, চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রকে কোনও রদবদল হচ্ছে না। অর্থমন্ত্রক থেকে সরিয়ে প্রতিরক্ষায় আনা হচ্ছে না অরুণ জেটলিকে। বাড়তি দায়িত্ব পেতে পারেন শক্তি ও কয়লামন্ত্রী পীযূষ গোয়েল। দায়িত্ব বাড়তে পারে সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়িরও। অসামরিক বিমান পরিবহণ এবং জাহাজের অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন তিনি।
অন্যদিকে, রাজ্যে বিধানসভা ভোটে কী হবে বিজেপির রণ কৌশল? কাল রাজ্যের দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাত রেস কোর্সের বৈঠকে ডাকা হয়েছে রাহুল সিনহা, কৈলাস বিজয় বর্গীয়,সিদ্ধার্থ নাথ সিং, সুরেশ পুজারীকে। তবে বৈঠকে ডাক পাননি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে থাকতে পারেন বিজেপি সভাপতি অমিত শাহও। এর পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাহুল সিনহার সঙ্গে আলাদা করে কথা বলবেন প্রধানমন্ত্রী।