ওষুধের দাম নিয়ন্ত্রণে শীলমোহর কেন্দ্রের
বাজারে ওষুধের দাম নিয়ন্ত্রণের উপর নতুন নীতিতে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন এই নীতির ফলে ৩৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধকে সরকারি নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা হয়েছে। ফলে বাজারে সেই সব ওষুধের দাম কিছুটা হলেও কমবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ারের নেতৃত্বে বিশেষ মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে বুধবার দাম নিয়ন্ত্রণের এই নয়া নীতি চূড়ান্ত করা হয়।
বাজারে ওষুধের দাম নিয়ন্ত্রণের উপর নতুন নীতিতে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন এই নীতির ফলে ৩৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধকে সরকারি নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা হয়েছে। ফলে বাজারে সেই সব ওষুধের দাম কিছুটা হলেও কমবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ারের নেতৃত্বে বিশেষ মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে বুধবার দাম নিয়ন্ত্রণের এই নয়া নীতি চূড়ান্ত করা হয়।
সাধারণ গড় হিসেবে বাজারে এক শতাংশের বেশি মার্কেট শেয়ার থাকলেই সেই ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকায় নিয়ে আসা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই পদ্ধতির বিরোধিতা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বুধবারের বৈঠকেও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত শরদ পওয়ারের নেতৃত্বে ওই মন্ত্রীগোষ্ঠী সাধারণ গড়ের হিসেবকেই মাপকাঠি হিসেবে ধরার সিদ্ধান্ত নেন।