শুক্রবার মধ্যরাত থেকে কমতে পারে পেট্রল ও ডিজেলের দাম
ফের কমতে পারে পেট্রল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে শুক্রবার মধ্যরাত থেকে ২.৫০ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রল ও ডিজেলের দাম।
নয়া দিল্লি: ফের কমতে পারে পেট্রল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে শুক্রবার মধ্যরাত থেকে ২.৫০ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রল ও ডিজেলের দাম।
সূত্রে খবর আন্তর্জাতিক বাজারে ব্যারল প্রতি অশোধিত তেলের দাম ৮৫ মার্কিন ডলার হ্রাস পেয়েছে। এর পরেই ভারতেও পেট্রপণ্যের দাম কমাবার সিদ্ধান্ত নিয়েছে তেল কোম্পানি গুলি।
পেট্রলের দাম যদি সত্যিই হ্রাস পায় তাহলে এই বছরে অগাস্ট মাসের পর থেকে এই নিয়ে ৬ বার কমবে এই পেট্রপণ্যের দাম। অন্যদিকে ডিজেলের দামের উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পর এই প্রথম কমতে চলেছে এর দাম।
অক্টোবর মাস দু'বার লিটার প্রতি দু'টাকা করে কমেছে পেট্রলের দাম। ১৯ অক্টোবর ডিজেলের দামের উপর থেকে সরকারি নিয়ন্ত্রণের উঠিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৎক্ষণাৎ ডিজেলের দাম লিটার প্রতি ৩.৩৭ টাকা হ্রাস পায়।
পাঁচ বছর আগে শেষ বার ডিজেলের দাম কমে ছিল।